বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। শ্রীলংকায় যারা বেড়াতে আসতে চান তাদের জন্য লিখছি। আমার আগের পোস্টে এক জন ব্লগার মন্তব্য করেছেন কি ভাবে শ্রীলংকায় বেড়াতে আসা যায় তা জানাতে ।
বিদেশে ভ্রমণ করতে হলে ২ টি জিনিস থাকতেই হবে ।
১. সময় ২. টাকা।
ছাত্র জীবনে প্রচুর সময় থাকে। হাতে থাকে না টাকা । আবার কর্ম জীবনে অনেকের হাতেই বেশ টাকা থাকে থাকে। কারো কারো আবার বেড়ানোর ইচ্ছেও থাকে।
কিন্তু সময় করে উঠতে পারেন না অনেকেই। তাই বিদেশ ঘোরা হয় না।
কম টাকা খরচ করে শ্রীলংকা বেড়াতে চাইলে আসতে হবে ভারত হয়ে। একটি পাসপোর্ট করে তাতে ভারতের ডবল এন্ট্রি ভিসা লাগাতে হবে । তারপর ঢাকায় অবস্থিত শ্রীলংকার হাইকমিশনে গিয়ে শ্রীলংকার ভিসা নিতে হবে।
এক সময় শ্রীলংকায় অন এরাইভাল ভিসা দিত । সেটা এখন আর দেয় না। তাই ভিসা নিয়ে যাওয়াই ভাল।
ঢাকার শ্রীলংকান হাইকমিশনের ঠিকানাঃ
High Commission for the Democratic Socialist Republic of Sri Lanka
House #15, Road #50, Gulshan #2
Dhaka.
Telephone: 8810779, Fax: 8823971
ঢাকার ভারতীয় হাইকমিশনের ঠিকানাঃ High Commission of India
House #2, Road #142, Gulshan #1, Dhaka.
Telephone: 9888189-91
Fax: 8613662
কলকাতা থেকে ট্রেনে চেন্নাই গিয়ে সেখান থেকে বিমানে করে কলম্বো যেতে হবে। বিমানের ভাড়া খুব বেশী নয়।
কলম্বো আসার পর বাসে বা ট্রেনে শ্রীলংকার যে কোন জায়গায় যেতে পারবেন। পর্যটন এদেশের প্রধান ব্যবসা হওয়াতে সবাই আপনাতে সহযোগিতা করবে । আর যদি কোন ক্যাব বা থ্রিহুইলারে চড়তে চান মিটার যুক্ত বাহন ব্যবহার করুন। আগে মিটার যুক্ত বাহন কম ছিল । এখন অনেক মিটারযুক্ত বাহন পাবেন।
এতে করে দরাদরি এড়ানো যাবে। থাকার জন্য সব দামের হোটেল পাবেন।
যারা বিমানে ঢাকা থেকে আসতে চান তারা মিহিন লংকা এয়ার লাইন্স ব্যবহার করতে পারেন। এটা শ্রলংকার বিমান। এছাড়া জেট এয়ারওয়েজে দিল্লি হয়ে কলম্বো আসা অনেক সহজ আর খরচও কম।
আর একটি কথা। কলম্বোতে নেমে একটি লোকাল সিম কার্ড নিতে হবে। কারণ আপনার মোবাইলে হয়তো রোমিং করা আছে। কিন্তু তাতে খরচ পড়বে অনেক। দরকার কি অযথা অপচয় করার ।
বিমান বন্দরের এরাইভাল লাউঞ্জের বাইরে আসার আগে দেখবেন ২টি সিম কার্ডের বুথ। একটি হল ডায়ালগ আরেকটি মোবিটেল।
আমি আপনাকে মোবিটেল এর সিম নিতে বলব। কারণ এর দ্বারা বিদেশের কল কম খরচে দেয়া যায়। নেট ব্যবহার করা যায় অনেক সহজে।
আর কারো কোন তথ্যের দরকার হলে আমাকে মন্তব্য করে জানাতে পারেন। আর কেউ যদি এখানে এসে কিছু জানতে চান আমাকে ফোন করলে আমি বরং খুশীই হবো।
আমার ফোন নম্বর ০০৯৪৭১৩৩৯৫১২৮
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।