আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলংকায় ১ম টেষ্টে ভালই জবাব দিচ্ছে বাংলাদেশ, শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে গত শুক্রবার শুরু হয়েছে শ্রীলংকা বাংলাদেশ প্রথম টেষ্ট। টস জিতে প্রথমে শ্রীলংকা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৭০ রানে তুলে তারা তাদের ইনিংস ঘোষনা করে। এই বিশাল রানের টার্গেটে বাংলাদেশ দল গতকাল ব্যাটিং এ নামে। গতকার অল্প রানের মধ্যে প্রথম দুই উইকেটের পতন ঘটলেও আজ তারা ভাল ভাবেই ঘুরে দাড়িয়েছে।

বাংলাদেশের দুইজন ব্যাটস্ম্যান এখন ক্রিজে রয়েছেন। তারা দু'জনই প্রায় ডাবল সেঞ্চুরির দারপ্রান্তে। তৃতীয় দিন শেষে আশরাফুল ১৮৯ রান ও দলীয় অধিনায়ক মুসফিকুর রহিম ১৫২ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিন শেষে বাংলাদেশের দলীয় স্কোর ৪ উইকেটে ৪৩৮ রান। আমরা আশাকরি তারা দু'জনেই ডাবল সেঞ্চুরি করুক আর শুভ কামনা রইল বাংলাদেশ দলের জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।