আমাদের কথা খুঁজে নিন

   

২৬ মার্চ

নিজকে নিয়ে উদাস আমি, পরকে নিয়ে কখন ভাবি... রক্ত নদী অশ্রু সাগর পেরিয়ে এলো ভোর সব ক্লান্তি ঘুচিয়ে দিলো বিজয় নামের দোর। অনেক আশার এই ধরণী দূর আকাশের নীল শূন্যে উড়া রঙিন ঘুড়ি উপচে ওঠা বিল। সবাই ছিলো তাকিয়ে সেদিন চাই সোনালি ভোর মুক্তিসেনা ভাঙুক এসে বন্দিশালার দোর। সত্যি হলো সবার চাওয়া এলো মুক্তি দল বন্ধ হলো জ্বালাও পোড়াও পাক হায়েনার বল। ছাব্বিশে মার্চ আসে যখন গর্বিত হয় মন লাল সবুজের উড়াই নিশান বুকে সারাক্ষণ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।