আমাদের কথা খুঁজে নিন

   

যমজ পুত্র হলো সেলিনা জেটলির

যমজ পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ২৪ মার্চ শনিবার তাদের সন্তানের জন্ম হয়। সেলিনার স্বামী পিটার হ্যাগ টুইটার বার্তায় এ খবর প্রকাশ করে। পিটার বলেন, আমাদের দেবদূতরা স্বর্গ থেকে এসেছে, আমরা খুব সুখী। মা ও সন্তানরা সুস্থ আছে বলে তিনি জানান।

ছেলেদের নামও ঠিক করে ফেলেছেন সেলিনা-পিটার দম্পতি। একজনের নাম উইনস্টন অন্যটির নাম বিরাজ। সবার আশীর্বাদ কামনা করে পিটার কথা শেষ করেন। উল্লেখ্য ৩০ বছর বয়সী অভিনেত্রী সেলিনা জেটলি দুবাই ভিত্তিক অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হ্যাগকে বিয়ে করেন। ২০১১ জানুয়ারিতে বিয়ের এনগেজমেন্ট হয়।

২৩ জুলাই ২০১১ তে বিয়ে হয়। দুবাইতে সেলিনা জেটলি স্বামী সহ বাস করেন। খুব শীঘ্রই তারা মুম্বাইতে ফিরবেন বলে জানান। অভিনেত্রী সেলিনা জেটলির জন্ম আফগানিস্তানের কাবুলে। পিতা ভারতীয় সেনাবাহিনীর কর্নেল।

নাম ভি কে জেটলি। আফগানিস্তানে কর্মরত থাকা অবস্থায় বিয়ে করেন সেখানকার আফগান নার্সকে। সেলিনার বেশির ভাগ সময় কেটেছে কলকাতায়। ইন্দিরা গান্ধী জাতীয় ওপেন ইউনিভার্সিটি থেকে বাণিজ্য স্নাতক। লেখা পড়া শেষ করে একটি সেল ফোন কোম্পানিতে কিছু দিন চাকুরী করেন।

২০০১ সেলিনা জেটলি ফেমিনা মিস ইণ্ডিয়া হোন। একই বছর ভারতের হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি ৪র্থ স্থান লাভ করেন। খবরের সূত্র এই লিংকে ভক্তকে চড় মারলেন আফ্রিদি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।