আমাদের কথা খুঁজে নিন

   

মার্কসবাদের সঙ্গে বাস্তবতার মিল নেই তবে কি পোপতন্ত্রের সঙ্গে মিল আছে??

শানিত কর সংস্কৃতির চেতনায় পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, যেভাবে মার্কসবাদের জš§ হয়েছিলো বাস্তবতার সঙ্গে যে তার আর কোনো মিল নেই সেটা আজ স্পষ্ট হয়েছে। শুক্রবার রোম থেকে মেক্সিকো ও কিউবাতে ছয়দিনের সফরে যাওয়ার সময় বিমানে বসে এ কথা বলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। এটা ঠিক যে বাস্তবতার সঙ্গে মার্কসবাদী অর্থনীতি খুব জটিল। তবে সেটা অর্থনীতি। অন্যের উপর খবরদারি কিংবা হাস্যকর নৈতিকতা বিষয় মার্কসবাদের মাথাব্যথা নেই। গালিলি গালিলিও কে শাস্তি, ব্র“নোকে পুড়িয়ে হত্যা, জোয়ান অব আর্ককে হত্যাকারী পোপতন্ত্র কোন বাস্তবতার অংশ। হালে জš§নিয়ন্ত্রণ নিয়ে পোপতন্ত্রের পিছুটান তো হাস্যকর। কারণ ঈশ্বরের আইন তো বাস্তবতার নিরিখে বদলাতে পারে না। তাহলে তার জ্ঞানের সীমাবদ্ধতা প্রকাশ পায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।