এশিয়া কাপের ফাইনালের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানের কাছে দুই রানে হেরে যাওয়ার পর থেকেই চলছে সবার হূদয়ে রক্তক্ষরণ। মন থেকে যেন এই পরাজয় মেনে নিতে পারছেন না কেউ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ হেরে যাওয়ার পরপরই পঞ্চগড়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এক ক্রিকেটপ্রেমী। এশিয়া কাপের ফাইনাল নিতান্তই একটি খেলা হলেও তা যেন ছাড়িয়ে গিয়েছিল সবার আবেগের সীমানা। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম সেই আবেগকে ছাপিয়ে একে আর দশটা খেলার মতো করে ভাবতেই সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রথম আলোয় আজ পাঠানো এক বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘সবকিছুর পরেও এটি একটি খেলা। সকলে যেন সেভাবেই একে নেয় এবং উপভোগ করে। ’ তিনি বলেন, ‘দেখলাম ফাইনালে বাংলাদেশ হেরে যাওয়ার পর একজন হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আমরা কখনোই চাই না হারতে, কিন্তু সব সময় তো আর জিতব না। এই পরিবারটির জন্য আমার দলের পক্ষ থেকে রইল অনেক অনেক সমবেদনা।
দয়া করে কেউ এমন কিছু করবেন না, যার জন্য আমরা খেলোয়াড়েরা নিজেদের দায়ী মনে করি। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।