আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কাঁদছো??

হয়তো কোন এক জ্যোত্‍স্না রাতে তুমি আবার আসবে ফিরে...হাতটি ধরে বলবে "ভালবাসি"...জেনে রেখো সেদিন আমি আর নই যে তোমার..এখন আমি ভালবাসি শুধুই আমায়... তুমি কাঁদছো? এভাবে কেউ কাঁদে? জানো না বীরদের কাঁদতে নেই? তবুও কেন আজ এই অশ্রু বিসর্জন? তোমার চক্ষু কোটর থেকে গালের আঙ্গিনা বেয়ে, স্বচ্ছ অশ্রুকণা গুলি যখন টপটপ শব্দের ঝংকার তুলে পড়ছিল,, তখন ছোট্ট ঘরের ছোট্ট বালিশটিকে সঙ্গী করে, কেউ একজন অঝর ধারায় কাঁদছিল.. হয়তো সেটা আমি, অথবা এই ১৬ কোটি দেশপ্রেমিকের কেউ একজন... তারা যেন ভালবাসার এক একটি প্রজ্বলিত দ্বীপ শিখা, তোমার ঐ অশ্রুর পড়ন্ত বিন্দু বিন্দু ফোঁটাতে যা নিভে যাচ্ছে, ধূসর ধোয়া হয়ে উড়ে যাচ্ছে প্রতিনিয়ত... তোমার কি একটুও মায়া হয় না? হয় না জাগ্রত তোমার ঐ ঘুমন্ত করুনাগুলি? আজ চোখ মুছে জেগে উঠো বীর.. এইতো সংগ্রামের শুরু.. দিতে হবে তোমাকে সাত সমুদ্দুর পাড়ি, ১৬ কোটি মানুষের স্বপ্নগুলি এখন তোমার শক্ত পিঠে সওয়ার, স্বপ্ন পূরণের পথে যেতে হবে তোমাকে দূর বহু দূর.... উত্‍সর্গ: সাকিব,তামিম,মুশফিক,নাসির সহ সেই বীর যোদ্ধাদের, যারা ক্রিকেট মাঠে নিজের সর্বস্ব দিয়ে যুদ্ধ করেছে..আপাতদৃষ্টিতে তারা পায়নি জয়ের দেখা,কিন্তু পরাজিত হয়েও আমাদের এই বীর যোদ্ধারা জয় করে নিয়েছে হাজার কোটি মানুষের হৃদয়.... কাল তাদের কান্না দেখে ডুকরে ডুকরে কেঁদেছি..আমি জানি বেশিরভাগ প্রকৃত বাঙ্গালিরাই কাল তাদের সাথে কেঁদেছেন অবিরত... আমি হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আমাদের ক্রিকেটের এই বীর সৈনিকদের...যারা আমাদের শিখিয়েছে দেশপ্রেম কি এবং শিখিয়েছে কিভাবে দেশের জন্য হৃদয় ঊজার করে কাঁদতে হয়..এই যেন শুধু খেলা নয়,খেলার চেয়েও বেশি কিছু....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।