আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিলিপি : এক কিশোরীর খেলা পরবর্তী অনুভূতি এবং কিছু নোনা জল

মনে রবে দীর্ঘশ্বাসে, আর ১মিনিট নীরবতায়....! আমি ঠিক জানিনা আনন্দ নাকি দুঃখের গল্প লেখা সহজ কিন্তু নিজের কথা লেখার মাঝে কোন ভণিতা থাকেনা । আমি জানি আমি এখনো কাঁদছি, তীব্র একটা ব্যাথার কান্না । শুধু আমি নই অনেকেই কাঁদছেন । প্রথম কান্না অদ্ভুত ছিল, হেরে গিয়েছি বলে কাঁদি নাই,পাকিস্তান জিতেছে এই অপমানে কেঁদেছিলাম । লাস্ট বল দেখার পর ভয়ানক এক হাহাকার আর শুন্যতা নিয়ে টিভিস্ক্রিনে তাকিয়ে ছিলাম ।

সারাদিন খেলা দেখার সময় প্রচুর স্ট্যাটাস দিয়েছি ফেবুতে হয় নাজিমউদ্দিন নয় শাহাদাত্‍ কে গালি দিয়ে কিন্তু তখনকার শুন্যতা এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে কাউকে ব্লেইম দিতে ইচ্ছে করছিলো না । আমি শুধু তাকিয়েই ছিলাম..... আমার ফ্রেণ্ড পাপ্পু কল দেয়ার পর ওর সাথে কথা বলতে বলতে সমুদ্রের ঢেউয়ের মত চোখ দিয়ে পানি পড়তে লাগলো । ২টা রানের জন্য হার ভেতরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছিলো । আমি এক আপুকে কল দিয়ে হাউমাউ করে কান্না শুরু করলাম । আমার বামহাতে তখন সিরিঞ্জ লাগানো স্যালাইন নিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছিলো সব আমার চোখ দিয়ে পড়ে যাবে ।

আপু ওপাশ থেকে কাঁদতে কাঁদতে বলছে, কাঁদেনা বাবু কাঁদেনা । আমি কাঁদলে এই বোনটা আমার কান্না থামিয়ে দেয় অথচ আমি তবুও পারিনাই...... চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে এবং ঠিক তখুনি সবচে বড় কষ্ট পেলাম । টিভিস্ক্রিনে দেখাচ্ছে সাকিবকে জড়িয়ে ধরে মুশফিক বাচ্চাদের মত কাঁদছে আর সাকিব চোখ মুছছে । মাহমুদউল্লাহ ক্রিজ থেকেই কাঁদছিলো,তারপর নাসির । প্রত্যেকের চোখে পানি.... আমি অবাক হয়ে গেলাম বাঘের বাচ্চা না এরা একেকটা বাঘ এভাবে কাঁদছে? এই ছেলেগুলা আমাদের একটা জয়ের আনন্দ দিতে কতটা মানসিক চাপ নিয়ে মাঠে খেলেছে অথচ তাদের চোখের পানি আমরা দেখেছি ।

আমি সবসময় বলি আমরা বাঙালিরা জাতি হিসেবে চোর হতে পারি,বাটপাড় অলস সব হতে পারি কিন্তু বাঙালিদের আবেগের কোন কৃত্রিমতা নাই । আমরা বাঙালিরা আজ চোখ ভিজিয়েছি । আমরা জানি আমরা হারি নাই ২রানের হারকে হার বলে না । গ্যালারির সবাই সাকিব,তামিম বলেই চিত্‍কার দিবে হেরে যাওয়ার পরেও. . . .তবুও! এদের চোখে পানি দেখে নিজেদের সামলাতে কষ্ট হয়ে পড়েছে । আজ ১৬কোটি মানুষের চোখে পানি এসেছে কিন্তু এই ১১টা ছেলের চোখের পানি দেখে...এই ছেলেগুলা আজ কেঁদেছে আমাদের জয়ের আনন্দ দিতে না পারার কষ্টে ।

কি করে এদের চোখের পানি সহ্য করি আমরা? আমি কাউকে ব্লেইম দিবোনা । ছেলেগুলা কি জানে তারা যখন ক্রিজে খেলে কত মানুষ তাদের জন্য প্রার্থনা করে?এই ১১টা বাঘ কি জানে এই ১৬কোটি মানুষের অফুরন্ত ভালোবাসা তাদের জন্য? আমার আজ ইচ্ছে করছে ওদেরকে জানাতে যে আমরা ওদেরকে কতটা ভালোবাসি...ওরা যদি জানতো আমরা তাদের কি পরিমাণ ভালোবাসি...... তাহলে জানতো, আর যাইহোক ২রানের হার সহ্য হয় কিন্তু ভালোবাসার মানুষের চোখের পানি সহ্য হয় না....সাকিব,তামিম,মুশফিক,নাসির,মাহমুদউল্লাহ,নাজমুল তোমাদের চোখের পানিও আমরা সহ্য করতে পারিনা ! তোমাদের আমরা অসম্ভব পরিমাণে ভালোবাসি । তোমাদের স্যালুট! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।