আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । আমি MS Office এ Avro সফটওয়্যার দিয়ে ইউনিজয় মোডে না লিখে ফোনেটিক মোডে বাংলা লিখতে চাই। আমার কাছে ফোনেটিক-ই বেশী স্বাচ্ছন্দের লাগে। আমি সামুতেও ফোনেটিক মোডে বাংলা লিখি। Avro তে কি এই অপশন আছে ? থাকলে সেটা কিভাবে করতে পারি জানাবেন প্লিজ। আর অটো কারেকশন আমার ভালো লাগে না। আর সবচেয়ে যে প্রবলেমটা বেশী হয়েছে সেটা হল আমি অভ্র ইনষ্টল করার পরে আর মজিলা দিয়ে সামুতে বাংলা পড়তে পারছিনা (লেখা ঠিক মত আসেনা)। এখন কোন মতে গুগল ক্রম দিয়ে সামুর বাংলা পড়ছি। দয়া করে আমাকে সঠিক সমাধান বলুন !!! সবাইকে ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।