আজকে সকাল সাড়ে ১০টার দিকে একটা পোস্ট দিয়েছিলাম "আহারে, আর ২দিন আগে কাপড় খুললেই তো ভারত ফাইনালে উঠে যেত" শিরোনামে যার বিষয়বস্তু ছিল ভিরাট কোহলি ১৮০রান করায় তাকে উৎসর্গ করে পুনম পাণ্ডের বিবসনা ছবি প্রকাশ। এতে আমি কোন ১৮+ ছবি যোগ করিনাই, বিডিনিউজ২৪ এর খবরের ছবিটিই এখানে দেওয়া হয়েছিল (যা ব্লগে প্রকাশিত অনেক ১৮+ পোস্টের তুলনায় নগণ্য)। আনুমানিক ১১:১৫ পর্যন্ত আমি পোস্টটি দেখেছি যাতে ৩/৪টি মন্তব্যের জবাবও দিয়েছি। এরপর আমি ভার্সিটিতে চলে যাওয়ায় পরে আর খোঁজখবর নেওয়া হয়নাই। এইমাত্র ব্লগে ঢুকে দেখলাম আমি জেনারেল এবং আমার পোস্টটি রিমুভ করা হয়েছেকোনরকম নোটিশ ছাড়াই!! মডুদের কাছে পোস্টটি আপত্তিকর মনে হলে তারা রিমুভ করতেই পারেন কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে- ১) আমি সর্বশেষ চেক করার পর কি এমন কোন বিতর্ক পোস্টে শুরু হয়েছিলো, যা থামাতে মডূরা পোস্ট রিমুভ মেরেছেন? ২) নাকি আমার পোস্টটি আপত্তিকর ছিল? সেক্ষেত্রে পোস্টটি সামু'র কোন নীতিমালা লঙ্ঘন করেছে? ৩) পোস্ট রিমুভ করেন সমস্যা নাই, তবে আমি দেখতে চাই আমার পোস্তে কি কি মন্তব্য এসেছিল। (পোস্টের যেকোন ফিডব্যাক দেখা লেখকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এর সাথে কোনরকম আপোষ করা হবেনা) ৪) উপযুক্ত কারণ দর্শানোর পর মন্তব্য সহ পোস্টটি যদি আমার মেইল ঠিকানায় মডুরা পাঠিয়ে দিতেন তাহলে আমি কি ভুল করেছই তা জানা আমার পক্ষে সুবিধা হত এবং আগামীতে এরকম ত্রুটি এড়ানোর চেষ্টা করতাম। মডু, পিলিজ জবাব দেন, খুব দুঃখে আছি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।