কেউই চির কাল বেঁচে থাকবে না, তাই কিছু করতে করতে অথবা করার চেষ্টায় মৃত্যুবরণই শ্রেয়। আমাদের অনেকেরই (হ্যাঁ, অ-নেকেরই) গিটারের প্রতি অপ্রতিরোদ্ধ আকর্ষণ রইয়েছে(!-বানালাম শব্দটা)। অনেকে কেবল গিটার বাজানো শুনতেই পছন্দ করেন। আরমিক, কিটারো, অস্কার লোপেজ, সান্তানা থেকে স্টিভ ভাই বা হালের আলেক্সি লাইহো। বড়ই রোমান্টিক এবং বড়ই বিদ্রোহী বাদ্যযন্ত্র। 'ডেসপারেডো '-তে গিটার হাতে অ্যান্টোনিও ব্যান্ডেরাসকে মনে পড়ে? যাইহোক, গৌরচন্দ্রিকাকে এখন অর্ধচন্দ্র দি। তা'না হলে আর যেখানে যেতে চাই সেখানে যাওয়া হবে না। যারা গিটার পাগলা তারা হয়তো জানেন, তাতে কী, তারপরও দিয়ে দিলাম- দেখে মন ভরান অথবা সুখমাখা কষ্ট পেতে থাকেন। দুনিয়ার বিখ্যাত সব গিটার কোম্পানির ওয়েব সাইট। এনজয়! ১. গিবসন ২. ফেনডার ৩. পল রীড স্মিথ ৪. ই এস পি ৫. কার্ভেল ৬. ইবানেজ ৭. ইয়ামাহা ৮. গ্রেটশ ৯. জ্যাকসন ১০. ডীন ১১. ডিবিজি এবার একটা শুধুই আপু/ছোটাপুদের জন্য: ১২. ডেইজি রক কেমন লাগলো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।