আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে সড়ক অবরোধ

বুধবার ভোর ছয়টা থেকে হরতাল সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী, ঘোষেরহাট, বাবুরহাটসহ আরো কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে পুলিশ সেখানে গেলে তারা সরে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি ও টায়ার সরিয়ে ফেলে।
পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়েছে।
সকাল থেকেই জেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল ও পিকেটিংয়ের চেষ্টা করে।


চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, পিকেটিং করার সময় পুলিশ একজনকে আটক করে। এছাড়া জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলেতে শুরু করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।