প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালকারীরা বুধবার সকাল ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট, কুমারডুগী, মিয়াবাড়িসহ বেশ কয়েকটি স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচলে বাধা দেয়।
এতে সড়কে মালবাহী ট্রাক, পিকআপ ও অটোরিকশাসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় প্রায় অর্ধশতাধিক যান ভাংচুর করে হরতালকারীরা।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, পুলিশ ওই সব সড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে নিলে সকাল ৭টার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, হরতালের সমর্থনে সকাল থেকে শহরে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
সড়ক অবরোধ ও ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আমির।
হরতালে সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে লন্ডনে অবস্থানরত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।