চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর বিশ্ব লুল পরিষদের আজীবন সভাপতি, নারীদের মধ্যমণি, বিদিশা-জিনাত-রওশন খ্যাত, কবি লুলসম্রাট লে জে হু মু এরশাদের আজ ৮৩ তম জন্মদিন। এই উপলক্ষে সারাদেশে লুল সমাজে বইছে আনন্দের বন্যা। আনন্দের জোয়ারে কাগুর নির্বাচনি এলাকা গুলশান-বানানীতে চলছে লাল-কালো পানির নহর। ওদিকে ব্লগ লুল সমাজের সভাপতি লুলাসা সেইরাম এক পৃথক বানীতে ব্লগ লুল সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন এই লিজেন্ড বুইরা বামের জন্মদিনের। সো ডোন্ট মিস কাগুস বার্থডে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।