নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে অনেকেই আমাকে বলেছে, "অন্তত আজকের দিনটা পাকিস্তানকে সাপোর্ট কর । অন্তত বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনার দিকে তাকিয়ে এই কাজটা কর । "
আমি বন্ধুর মুখের দিকে তাকিয়ে ভারতকে সাপোর্ট দেইনি ঠিকই, কিন্তু পাকিস্তানকেও সাপোর্ট দিতে পারিনি । শুধু চুপ ছিলাম আর খেলা দেখছিলাম । আর মনে মনে প্রার্থনা করছিলাম, যেই জিতুক বাংলাদেশ যেন ফাইনালে যায় ।
আমার কথা একটাই - মরে গেলেও পাকিদেরকে সমর্থন করবো না । আমার দেশ ফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে । নিজের যোগ্যতাতেই আমার দল ফাইনালে যাবে । কারো করুণা লাগবে না ।
আশার কথা হলঃ বাংলাদেশের ফাইনালে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে ।
তাঁর জন্য যা করতে হবে তা হল, কালকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে, যা বাংলাদেশের জন্য মোটেও কষ্টের কাজ না । শুধু প্রয়োজন আগের দিনের খেলাটা ধরে রাখা আর আত্মবিশ্বাস অটুট রাখা ।
আমরা জিতবই । বাংলাদেশ জিতবেই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।