আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ . . . . . . . . . ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া

এই ধরনের বক্তব্যে আজ মিডিয়া তোলপার, আর আমার ভাল লাগা একটি পোস্ট দিলাম ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বিজ্ঞাপন নিয়ে ফেসবুকে তুমুল শোরগোল চলছে। কারণ? কারণ এই বিশ্ববিদ্যালয় এমন কিছু বিজ্ঞাপন দিয়েছে, যেখানে তাদের দাবি, এই বিশ্ববিদ্যালয়ে পড়ার বদৌলতে আপনি সুন্দরী স্ত্রী পাবেন। স্ত্রীকে ডায়মন্ডের দুল উপহার দিতে পারবেন। দামী গাড়ি পাবেন। বাসায় এসির হিমহিম শীতল হাওয়ায় শরীর জুড়োবে...ইত্যাদি ইত্যাদি।

কিন্তু ওদের বিজ্ঞাপনে খারাপ কী দেখলেন? যে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বুয়েট কিংবা অন্য যে কোনো জায়গায়, আপনি কী স্বপ্ন দেখেছিলেন? আপনার স্বপ্নের খোঁজ আমি জানি না। তবে আমার এই সৎ সাহস আছে কনফেস করার, আমিও সুন্দর একটা বউ, সুন্দর একটা গাড়ি, ভালো একটা চাকরির স্বপ্নই দেখেছিলাম। এবং আমি নিশ্চিত, ৯৫ শতাংশ কিংবা এরও বেশি ছাত্র সেই স্বপ্নই দেখে। মহান শিক্ষায় আলোয় আলোকিত হয়ে দেশ গড়ব... এসব ছেলে ভোলানো ছড়া। উচ্চতর মানবিক মূল্যবোধ কে শেখাবে আপনাকে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, যারা নিজেরাই এখন স্বার্থপরতার নর্মমায় কুস্তি লড়ছেন! রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের প্রত্যেকেরই একটা লেজ আছে।

যেটা আমার গুটিয়ে রাখি। অন্যকে দেখাতে দেই না। আমরা ভদ্রতার মুখোশের আড়ালে আমাদের পশুটাকে আড়াল করে রাখি। কিন্তু ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া আমাদের মনের কথাটা ফাঁস করে দিয়েছে। এই জন্যই আমাদের এত রাগ!! আমি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়াকে, কিংবা এই বিজ্ঞাপনের কপিরাইটারকে পিঠ চাপড়ে দিতে চাই।

শিক্ষা যে এখন একটা বিনিয়োগ, একটা পণ্য; এই সত্যটা সবাইকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। " facebook থেকে সংগৃহীত ভাই এখানে ১০০ ভাগ এর কথা বলা হয় নাই, বেশির ভাগ এর কথা বলা হয়েছে, তাই আগেই আক্রমন করে বসবেন না। কিছু ভাল মানুষ না থাকলে পৃথিবী শেষ হয়ে যেত  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।