***** যখন থেকে আমি জেনেছি সাদা আর কালো এক নয় বরং আলাদা যেমন হলুদ নীল লাল ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন বিশেষত্বে দৃশ্যমান তখন থেকেই আমি চালাকি করতে পারি না ধরা পড়ার ভয়ে কিম্বা লজ্জায় যেন অন্যেরা যে-কেউ আমার বৈশিষ্ট্য টের পাচ্ছে! এই ভয়ে নিজের সঙ্গে এমনকি অন্যের সঙ্গেও নিশ্চিন্তে নির্বিঘ্নে আমি আর চালাকি করতে পারি না জেনেছি চালাকি না-করার জন্যেই যোগ্যতার প্রয়োজন জল, জলীয় বাষ্প আর বরফকে যারা সমান গণ্য করে আমি জেনেছি সম্মানিত ঐ যুক্তিবাদীরাই পারে যেকোনো মানবসন্তানের স্বভাবজাত সাধারণ গুণে যেমন লজ্জাবোধহীন দশায় আমি এখনো পারি স্ব-সম-মানে কেবল তারাই চালাকি করতে পারে নির্লজ্জতার সাথে চালাকি বাড়ে সমানুপাতিক হারে .. রঙ্গপুর --১৫/০৪/০৫ খ্রি:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।