ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু গতকালের বৃষ্টির পর থেকেই ভাবছিলাম কে জানে ভুমিকম্প হয় কিনা? কারন আমার ধারণা প্রত্যেক বৃষ্টিপাতের সাথেই কম বেশি ভুমিকম্পের বিষয়টি্ জড়িত। আমি প্রায়ই বৃষ্টিপাতের ২৪ ঘন্টার মধ্যে ভুমিকম্প হওয়ার বিষয়টি লক্ষ্য করেছি। আজ ও তাই হল।
আমি কোন আবহাওয়াবিদ নই। নই কোন জোতিষী।
কিন্তু কেন যেন এই বিষয়টাতে আমার এমনটাই ধারণা। সকালটা ছিল বেশ স্নিগ্ধ। ঠান্ডা ছিল চারপাশ। নাস্তা সেরেই কন্পিউটারের সামনে বসে ছিলাম। হাতে চায়ের মগ।
দু পা অনেকটা আয়েশ করেই চেয়ারে উঠিয়ে অনেকটা এল আকৃতির অনুকরনে বসে ছিলাম। হঠাৎই আমার চেয়ারটা সামনে পিছনে দুলে উঠল। আমি ভাবলাম মনের ভূল। ঘড়ি দেখলাম নটার কিছু বেশি বাজে।
কিন্তু না এবার আরো জোরে দুলে উঠল।
আবারো সামনে পিছনের দিকে। আমার ফ্যান বন্ধ থাকলেও এবার দুলে উঠল। আমি নিশ্চিত হলাম। কোথাও টিন পড়ার দুড়ম শব্দ হলো। আমাদের পাশেই একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছিল সেটাই হবে হয়তো।
আমি ভাবলাম।
যদিও আমার জানামতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বছরের প্রথম ভূকম্পন কি জানান দিয়ে গেল কে জানে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।