আমি কল্পনাবিলাসী । আইনস্টাইন বলেছিলেন,"Imagination is better than the knowledge." আমার অভ্যাসের সাথে তাঁর কথাটা যখন মিলেই গেল, তাই ভাবলাম কল্পনা করেই জীবনটা কাটিয়ে দেই । Praying Montid Montis গোত্রের এমন এক পোকা যার অবিশ্বাস্য আচরণ জীববিজ্ঞানীদেরকে অতি মাত্রায় কৌতুহলী করে তুলেছে । ০.৫ থেকে ৬ ইঞ্চি দীর্ঘ এ প্রাণীটির সামনের পা দুটো বিশেষভাবে গঠিত । ফলে যখন এরা শিকারের জন্য স্থিরভাবে বসে থাকে অথবা এমনি ঝিমাতে থাকে, তখন দেখলে মনে হয় যেন ঈশ্বরের কাছে গভীর মনোযোগের সাথে প্রার্থনা করছে ।
আর এজন্যই এ পোকার নাম Praying Mantid । প্রাচীন মানব সভ্যতার নিকটও একে নিয়ে অনেক কৌতুহল ছিল ।
Praying Montid এর একটি অবাক করা এবং খুবই ঘৃণ্য আচরণ জীববিজ্ঞানীদের হতবাক করেছে । এদের নারী পোকারা পুরুষ পোকাদের তুলনায় বেশি বড় হয় । নারীরা বিশেষ সুগন্ধি হরমোন নির্গত করে পুরুষদের আকৃষ্ট করে ।
অবশেষে নারী ও পুরুষের মধ্যে মিলন হয় । এর পর শুরু হয় নারী পোকার রাক্ষুসে খেলা । মিলনরত অবস্থায় অথবা মিলনের পর নারী পোকা পুরুষ পোকাকে জীবিত অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে । একসময় পুরো পোকাটাকে খেয়ে ফেলে । কী অবাক হলেন তো ?আপনার মতই অবাক হয়েছেন বিজ্ঞানীরা ।
আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে এ প্রজাতির প্রাণীরা কী বেশিদিন টিকে থাকতে পারবে ? উত্তরটা হল হ্যা । কোটি কোটি বছর ধরে এরা টিকে আছে । কিন্তু কীভাবে ?এরই উত্তর খোঁজেন বিজ্ঞানীগণ । এটাই প্রকৃতির নির্ধারণ করে দেয়া আইন যা কোটি কোটি বছর ধরে পালন করে আসছে প্রেয়িং ম্যন্টিড । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।