আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজঃ আসিফ নজরুলকে আদালতের শোকজ!!!

চোদনা হইয়া গেলাম পুরাই!!!! আসিফ নজরুলকে হাইকোর্টে তলব করা হয়েছে। এবং একই সাথে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকেও জবাব দিতে বলা হয়েছে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবেনা!!! যেই রিটের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই রিট আবেদনকারী ব্যারিস্টার মো. নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টক শোতে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেছিলেন, “আগামীতে কে ক্ষমতায় আসবে- বিরোধী দলীয় নেত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলবেন, তৃতীয় শক্তি। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনিও বলবেন, তৃতীয় শক্তি। ” “এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উস্কানি দেওয়ার শামিল,” বলেন নওশের। আমার প্রশ্ন হইল বাংলাদেশের গণতন্ত্র কি হাসিনা-খালেদা-নিজামীদের ব্যাক্তিগত সম্পত্তি নাকি? কারন এরা ছাড়া তৃতীয় কোন শক্তি মানেই যে সেটা অগণতান্ত্রিক এবং সামরিক সেইটা সংবিধানের কোথায় লেখা আছে? নির্দিষ্ট কয়েকটা পরিবার বা গোষ্ঠীর নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া দেশের সাধারণ মানুষ কখনোই দেশের শাসনভার নিতে পারবে না কিংবা প্রধানমন্ত্রীর পদে বসতে পারবে না- এইটাই কি তাহলে এই দেশের সংবিধানসম্মত সিদ্ধান্ত? তার মানে কি এইটা পরিষ্কার চোখে আঙ্গুল দিয়ে দেখানো হল যে এই দেশের গণতন্ত্রে সাধারণ মানুষদের কোন ভূমিকাই নাই?! হয় লীগ, নাহলে বিএনপি- জামাত, আর তাও নাহলে সামরিক বাহিনী- এই পাকেই বাংলাদেশ ঘুরতে থাকবে? তাইলে এত কষ্ট কইরা নির্বাচন করার দরকার কি দেশের টাকা নষ্ট কইরা? ১৫ বছরের একটা শিডিউল ঝুলায় দিক জাতীয় সংসদে যে আগামী ৫বছর লীগ ক্ষমতায় থাকবে, তার পরের ৫বছর বিএনপি- জামাত আর শেষ ৫বছর সেনাবাহিনী।

তাহলেই তো দেশের গণতন্ত্রের যত ফ্যাঁকড়া আছে আর গদি দখলের এত মারামারি সব বন্ধ হইয়া যায়, দেশের মানুষও শান্তিতে থাকে... আমার মতে রিট আবেদনকারী নওশেরের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিৎ সংবিধানকে এভাবে প্রকাশ্যে অপমান করার জন্য। যদিও সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় আসিফ নজরুল আমার গাত্রদাহের কারণ হয়েছিল, তারপরও তার পক্ষে লিখতে বাধ্য হলাম আর সহ্য করতে না পেরে। এবার মনে হচ্ছে, বিএনপি-জামাত যতটা খারাপ, তারচেয়ে বেশি খারাপ লীগ। আর লীগের খারাপ হওয়ার পিছনে অন্যতম বড় কারন এইসব নওশেরের মত চাটুকাররা। এরা সবসময়ই লীগের ভরাডুবির কারণ ছিল, আজও আছি, এবং ভবিষ্যতেও থাকবে।

দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটা কেন বারবার একই ভুল করে যাচ্ছে তা আমার মাথায় একদমই ঢুকছে না। কবে তারা অতীত থেকে শিক্ষা নিতে শিখবে??? তথ্যসূত্রঃ বিডিনিউজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.