তাশফী মাহমুদ
্নিচের বার্তাটি ফেসবুকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে--
"যারা আগামী দিন বাংলাদেশ-ভারতের খেলা দেখতে যাবেন তারা সবাই একটি করে প্ল্যাকার্ড সাথে নিন। লিখুন "BSF, STOP KILLING INNOCENT PEOPLE ON BORDER"। আপনার প্রতিবাদের কথা জানিয়ে দিন। শুধু ফেসবুকে আর চায়ের কাপে ঝড় না তুলে বাস্তবেও তুলুন। ছড়িয়ে দিন এই কথা
দয়া করে এই পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করুন ও দেশ ও জাতিকে জাগ্রত করে তুলুন।
এখন সময় এসেছে কিছু করার তাই সুযোগ টা কাজে লাগান ও শেয়ার করুন আপনার ওয়ালে যাতে আপনার বন্ধুরা খেলা দেখতে গেলে এই কাজ টি করে..."
ভারতের অমানুষিক সীমান্ত হত্যার বিরুদ্ধে অবশ্যি সোচ্চার হতে হবে, কিন্তু স্টেডিয়ামে বা মাঠে এই কাজ করা যাবে না কারণ এই প্ল্যাকার্ড প্রর্দশন আইসিসি এর "দর্শক নীতিমালা" বিরুদ্ধ। আইসিসি এর "দর্শক নীতিমালা" তে এই ব্যাপারে বলা হয়েছে যে, কেউ কোনো ধরনের জাতি বিড্ডেষমুলক, হানাহানি বা হিংসাত্নক ্মুলক কোনো ব্যানার,প্ল্যাকার্ড, বা কোনো ধরনের লেখা বহন করতে পারবেনা ,এই ধরনের কোনো সামগ্রী কারো কাছে পাওয়া গেলে তাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং মাঠের ভিতর কারো কাছে পাওয়া গেলে তাকে মাঠ থেকে বহিঃস্কার করা হবে"
যারা সবসময় মাঠে খেলা দেখেন তারা খেলা শুরু হবেয়ার আগে এবং খেলার বিরতিতে এই আইসিসি এর "দর্শক নীতিমালা" বাংলা ও ইংরেজীতে শুনে থাকবেন।
অস্ট্রেলিয়াতে এইভাবে প্রতিবাদ করেছে বাংলাদেশীরা। কিন্তু তাদের কিন্তু মাঠ থেকে পড়ে লেখা গুলো মাঠের বাইরে ফেলে আসতে হয়। সুতরাং কি করবেন আর না করবেন টা' ভেবে নিন ।
****বাংলাদেশের পুলিশ তো আবার অনেক এডভান্স, ওরা হয়তোবা আপনাকে মাঠ থেকেই বের করে দিতে পারে , স্টেডিয়ামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খামাখা থাকে না, এই রকম কোন ব্যনার বা কাগজ পাইলে সাথে সাথে পশ্চাদেশে বাম্বু খাইবেন। আর মাঠে এখন সোয়াট -র্যাব-বিজিবি ও থাকে। **** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।