আমাদের কথা খুঁজে নিন

   

অজগর এর ইতিবৃত্ত। যারা আগে পড়েছেন তাদের জন্য নয়

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। অ তে অজগর আ তে আরেকটা অজগর ই তে ইঁদুর খেকো অজগর ঈ তে ঈগলের ভয়ে ভীত অজগর উ তে উলটা অজগর ... ঊ তে ঊন-অজগর ঋ তে ঋষি অজগর এ তে এক নাম্বার অজগর ঐ তে ঐ দেখা যায় অজগর ও তে ও'মা! এত্ত অজগর আর ঔ তে - ঔ তে কোন অজগরই নাই। সব চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ঔ তে ঔষধী গাছে অজগর ক তে কত্ত বড় অজগর খ তে খাটো অজগর গ তে গাছে অজগর ঘ তে ঘরে অজগর ঙ তে ব্যাঙ খেকো অজগর চ তে চঞ্চল অজগর ছ তে ছাগলা অজগর জ তে জংগী অজগর ঝ তে ঝোপে অজগর ঞ তে মিঞা বাড়ির অজগর ট তে ট্রেনে চড়া অজগর ঠ তে ঠাকুরমার অজগর ড তে ডাব গাছে অজগর ঢ তে ঢাকনার ভিতর অজগর ণ তে হরিণ খেকো অজগর ত তে তামা রঙের অজগর থ তে থলে ভর্তি অজগর দ তে দয়ালু অজগর ধ তে ধান ক্ষেতে অজগর ন তে নাদুস নুদুস অজগর প তে পাঙ্খা অজগর ফ তে ফাও অজগর ব তে বকলম অজগর ভ তে ভালবাসার অজগর ম তে মানুষ খেকো অজগর (সংগৃহীত) (ছবি ব্লগ) ভ্যালেন্টাইনস ডে তে কি গিফট দিবেন ভাবছেন? তাহলে এই পোস্ট টি আপনারই জন্য

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫১ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।