- ম্যাডাম! !!
- কে তুই?
- ম্যাডাম আমি চামচা। আপনার মোসাহেব।
- থাপড়াইয়া দাত ফেলে দিমু। তুই আমার সাহেব? বেয়াদব ছেলে কোথাকার!
- ম্যাডাম আমি সাহেব না. মোসাহেব। খাস খাদেম।
- তাই নাকি?
- জ্বী ম্যাডাম! আজকে আপনি সংসদে চমৎকার ভাষন দিছেন।
- ম্যাডামের মুখে বিগলিত হাসি। তুই শুনেছিস?
- ব্লগারদের আপনি যেই গালমন্দ করেছেন। অসাধারণ! হারামজাদারা আজও বলগে লিখতেছে আপনি নাকি জিএসপি বন্ধ করার জন্য চিঠি লিখেছেন।
- সেগুলা তাদের নেত্রীর মত বদের হাড্ডি l আমি বললাম আমি চিঠি লিখি নাই।
ওদের নেত্রী কি একটা কাগজ দেখাইয়া কোইলো এইটা নাকি আমার চিঠি l তিনি নাকি প্রমান করে ফেলছেন!
- ম্যাডাম আপনিও প্রমাণ করে দিতেন আপনি লেখেন নাই।
- কিভাবে?
- বদনেত্রী যখন কাগজ উঠাইছে আপনি তখন আপনার মার্কশিট উঠাইয়া বলতেন। আমি লিখি নাই। প্রমানিত।
- মার্কশীটে কী আছে ?
- আপনার মার্কশীটএ ইংরেজিতে ১০ নম্বর পাইছেন ! মানে আপনি ইংরেজি জানেন না।
- আলহামদুলিল্লাহ!
- ম্যাডাম আলহামদুলিল্লাহ কেন বললেলন!
- ইংরেজি পরীক্ষা খুব খারাপ দিছিলামl আরেকজনের কাছ থেকে দেইখা দেইখা লেখতে চাইছিলাম। দেখায় নাই। তোদের বদ-নেত্রীর মতো হিংসুক ছিল মেয়েটা। ভাবছিলাম গোল্লা পামু। ১০ পাইছি, না? তুই শিউর তো? যাক ইজ্জত বাচলো।
জিরো পাই না।
- জ্বী ম্যাডাম। শিউর্। আপনি বলতেন- আমিতো ইংরেজীতেই ফেল। ইংরেজিতে চিঠি লিখব কিভাবে।
মামলা খালাস।
-তোর মাথায় তো মেলা বুদ্ধি! নিশ্চয়ই তোর বাড়ি নোয়াখালী :-)l তাই না?
- জ্বী ম্যাডাম l
- আমাদের মওদুদ সাহেবের বাড়িও নোয়াখালী! শুধু ফালুর বাড়িটা একটু দূরে। ওর মাথায়ও সারাক্ষন দুষ্টু বুদ্ধি!
- ম্যডাম এক কাজ করি। আপনার মার্কশীট ফটোকপি করে সাংবাদিকদের কাছে দিয়া দেই। তারেক স্যারের টাও দেই।
যাতে তারে কেউ সন্দেহ করতে না পারে।
ম্যাডাম চামচার বুদ্ধি দেখে মুগ্ধ! তিনি ক্ষমতায় এলে তাকে তার উপদেষ্টা বানাবেন ভাবছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।