কানাডা যামু। কিন্তু IELTS এ ভাল স্কোর না থাকলে ত চান্স মিলবে না। কিন্তু IELTS এর জন্য কোথায় ভর্তি হব? এই নিয়া ব্যাপুক সমস্যায় আছি।
অনেকের কাছে শুনলাম সেন্ট জোন্স নাকি খুব ভাল। আবার অনেকে কয় সাইফুর'স।
কেউ কেউ আবার ব্রিটিশ কাউন্সিল ও পরামর্শ দেয়। কিন্তু আমি বুজতেছি না কোথায় ভর্তি হব।
সেন্ট জোন্স নাকি কোন ক্লাশ করায় না। খালি ভাব মারে। সাইফুর'স নাকি লোয়ার ক্লশদের জন্যে।
আর ব্রিটিশ কাউন্সিল নাকি আপার ক্লশের। বুজেন তাইলে অবস্থা। তাই ব্যাপক টেনশনে আছি। দয়া করে একটু সাহায্য করেন। অন্য কোন অপশন থাকলে জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।