আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষই সবচেয়ে নিরহংকারী ও আত্মত্যাগীর উদাহরন !

আমি আজীবন লিখতে চাই ইনশা আল্লাহ্‌ । আমরা ফুলের সুগন্ধ নিই, সৌন্দর্য উপভোগ করি এবং ফলদ্বারা রসনার তৃপ্তি, উদর পূর্তি ও শারীরিক পূষ্টির যোগান পাই । কতক বৃক্ষ থেকে আমরা রোগ-ব্যাধির জন্য তার ফুল, ফল, পত্র, ছাল বা শিকড় থেকে ওষুধ তৈরী করে রোগমুক্ত হই । সকল বৃক্ষ তার শিকড় দ্বারা মাটি থেকে রস সংগ্রহ করে পত্র দ্বারা সূর্যরশ্মি নিয়ে বায়ূমন্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে ক্লোরোফিল উৎপাদন করে বিশুদ্ধ অক্সিজেন নির্গত করে । এই বিশুদ্ধ অক্সিজেন না পেলে মানুষ সহ অন্যান্য সকল শ্বাস-প্রশ্বাস গ্রহনকারী প্রাণীই বেঁচে থাকতোনা ।

আর কার্বন-ডাই-অক্সাইড আমাদের জীবন হরণকারী বাতাসের উপাদান । কতক বৃক্ষের ফুল এবং পত্রও আমাদের আহার্য হিসেবে ব্যবহার করি । বৃক্ষ থেকে আমরা ছায়া পাই, ঝড়-বৃষ্টিতে আমাদের রক্ষা করে । শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীও অনুরূপ উপকৃত হয় বৃক্ষ থেকে । কতক পোকা-মাকড় ও পাখীদের আশ্রয়স্থল এই বৃক্ষ ।

আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকরে গ্রীনহাউজ এফেক্টের মতো মারাত্মক প্রতিক্রিয়া থেকে অনবরত এই জগতকে নিরবে রক্ষা করে যাচ্ছে বৃক্ষ । মাটির ক্ষয়রোধ করছে এবং ঝড়-জলোচ্ছাসের মতো মারাত্মক বিপর্যয়েও সে নিজের জীবন বিপন্ন করে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করছে । একটি বৃক্ষ তার জন্ম থেকে মৃত্যু অবধি শুধু আমাদের উপকারই করছে তা নয়, মৃত্যুর পরও সে আমাদের উপকারে আসছে । আমরা আমাদের বাসস্থান, আসবাবপত্র, অন্যান্য ব্যবহারিক জিনিসপত্র নির্মান করে জীবনকে আরো সাবলীল করার জন্য বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহার করছি । এতেই ক্ষ্যান্ত হচ্ছিনা, এমনকি জ্বালানী হিসেবেও তাকে ব্যবহার করছি অবাধে ।

এতকিছুর পরও কিন্তু আমরা বৃক্ষদের প্রতি মোটেও দয়া প্রদর্শন করছিনা । আমরা যখন তখন তার ডাল ভেঙ্গে নিচ্ছি, ছাল ছিলে নিচ্ছি, ফুল ছিঁড়ে নিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি এমনকি পত্র এবং শিকড়ও বাদ যাচ্ছেনা । আমাদের শত অত্যাচার অনাচার নিরবে সয়ে যাচ্ছে, কোন প্রতিবাদ বা প্রতিরোধ করছেনা । নিজের অবদান বা কৃতিত্ব দাবী করছেনা । এমন নিরহংকারী ও আত্মত্যাগী বন্ধু আর কে আছে ? বৃক্ষই সবচেয়ে নিরহংকারী ও আত্মত্যাগীর উদাহরন ! অথচ সৃষ্টির সেরা মানুষেরই তা হওয়ার কথা ! আমরা যদি গাছের মতো নিরহংকারী ও আত্মত্যাগী হতে পারতাম ! নিজের জীবন অন্যের জন্য অকাতরে বিলিয়ে দিতে পারতাম ! তবে কতইনা সুন্দর হতো আমাদের এই পৃথিবী ! বিঃদ্রঃ- এই পোস্টটি সেফ হওয়ার পূর্বে প্রকাশ হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।