এক.
ডাক্তারী জীবনে এমন করুন কাহিনী আর শুনিনি । মাইনুল তার বন্ধু কলিম উদ্দীন কে পঙ্গু হাসপাতালে নিয়ে এসেছে । ঘটনা শুনে আমি মারাত্বক কষ্ট পেয়েছি । কলিমরা থাকে মগবাজার বস্তিতে । ভোলার চর ফ্যাশন থেকে জলদস্যুরা তাদের বিতাড়িত করেছে ।
স্থন হয়েছে মগবাজার বস্তিতে । বাবা আর একটা বিয়ে করে আলাদা থাকে । রিকশা চালায় । কলিমের মা ঝিয়ের কাজ করে । আর কলিম টোকাই ।
কমলাপুর স্টেশনে কুলিরও কাজ করে । কলিমের মায়ের খুব শখ ইলিশ মাছ খাবার । ওর মা এক টুকরা ইলিশ চুরি করেছে বলে বাসা মালিক অনেক মেরেছে । আর তাই কলিম মায়ের ইচ্ছে পুরন করতে অনেক চেষ্টা করেছে । কিন্তু টাকা কামাতে পারেনি ।
শেষে মাইনুল তাকে একটা প্রস্তাব দেয়। পাড়ার রিমন মিয়া তাদের দলের মিছিল সমাবেশে গেলে জনপ্রতি তিনশ টাকা দিবে । কলিম লুফে নেয় প্রস্তাব । এই তিনশ টাকা দিয়ে সে....। কিন্তু হায় ভাগ্য ! তিনশ টাকা ঠিকই পায় সে ।
কিন্তু ইলিশ নিয়ে সে মায়ের কাছে যেতে পারেনি । হয়েছে পঙ্গু আর লাশ । আমরা তাকে বাঁচাতে পারিনি ।
(সংগৃহিত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।