আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ফ্রিজ ও এসি মেরামত করি : ফ্রিজ ও এসির কাজে ব্যবহৃত মালামালের সাথে পরিচিতি !

টেকনোলজি ভালোবাসি বেশি বেশি টেকনোলজিকাল পোস্ট চাই. সবাই ভাল আছেন তো ! আজ থেকে আমি একটি নতুন কোর্স চালু করতে যাইতেছি ! এই কোর্সটির নাম হল রেফ্রিজারেশন সিস্টেম ! এটি থেকে আপনি শিখতে পারবেন যে কি ভাবে একটা ফ্রিজ ও এসি মেরামত করা যায় ! যদি এটা ভাল ভাবে শিখতে না পারেন তাহলেও কোন ক্ষতি নাই ! আর কোন টেকনিশিয়ান আপনাকে ঠকাতে পারবে না এই বিষয়ে নিশ্চন্ত থাকেন ! এর জন্য আপনাকে আমার টিউগুলো নিয়মিত দেখতে হবে ! টিউনটি করার আগে আমি কিছু কথা বলতে চাই, আমি খুব গরীর ছিলাম ! অর্থের অভাবে বেশি পড়ালেখা করতে পারিনি ! গরীর হলেও আমার সখ ছিল অনেক ! ছোট বেলায় যখন থ্রিতে পড়তাম তখন স্কুলের ক্লাশ ফাকি দিয়ে ইলেক্ট্রনিক্সের দোকানে গিয়ে বসে থাকতাম আর তাদের কাজ দেখতাম ! কাজ দেখতে দেখতে কখন যে কাজ শিখে গেলাম মনে নেই ! আমার সবগুলো কাজ প্রায় এই ভাবেই শিখা ! আমার ইলেক্ট্রনিক্সের কাজের অভিজ্ঞতা 11 বছর, ইলেক্ট্রিক কাজের অভিজ্ঞতা 10 বছর ! আর ফ্রিজ ও এসির কাজের অভিজ্ঞতা মাত্র 4.5 বছর ! কিন্তু আমার বয়স মাত্র 23 বছর ! এখন আমি একটি টিটিসি শিক্ষক হিসাবে নিয়োজিত আছি ! এই অল্প বয়সে বেশি কাজ শিখতে পারি নাই ! জানি না আপনাদের শিখাতে পারবো কি না ? তবে দোয়া করবেন আমি যেন আমার অর্জিত এই অল্প জ্ঞান সবার মাঝে বিলিয়ে দিতে পারি ! যাইহোক এবার কাজের কথায় আসি ! আমরা অনেকেই জানি না যে, ফ্রিজ ও এসিতে কি কি ডিভাইস বা যন্ত্রাংশ বা মেটারিয়ালস বা মালামাল থাকে ! আজ আমি এগুলোর নাম আপনাদের কাছে জানাবো ! ফ্রিজ ও এসিতে যেসব মেটারিয়ালস থাকে তালিকা : 1. কম্প্রেসর 2. কন্ডেনসার 3. স্ট্রেইনার 4. ক্যাপিলারী টিউব 5. কুলিং কয়েল বা ইভাপোরেটর 6. থার্মোস্ট্যাট 7. ওভার লোড প্রোটেক্টর বা OLP 8. রিলে 9. ডোর সুইচ 10. কম্বাইন্ড ডোর সুইচ 11. ডোর ল্যাম্প 12. ফ্যান মটর 13. টাইমার মটর 14. থার্মাল ফিউজ 15. ডি-ফ্রষ্ট থার্মোস্ট্যাট 16. কম্বাইন্ড ডি-ফ্রষ্ট থার্মোস্ট্যাট 17. হিটার 18. সিলেক্টর সুইচ 19. ক্যাপাসিটর এগুলো বাদেও আরো অনেক মেটারিয়ালস আছে যা আমি পরবর্তীতে আলোচনা করবো ! আপাতত এই কয়েকটির নাম মনে রাখেন ! এর পরবর্তী ব্লগে এগুলো কাজ কি, দেখতে কেমন, কোথায় থাকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.