আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে “সংশপ্তক” পড়া শেষ হলো......

এবারের একুশে বইমেলায় গিয়ে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস সমগ্র দেখে কেনার লোভটা সামলাতে পারিনি। ছোটবেলায় নাটক দেখেছিলাম। কিছু বুঝি নাই কিন্তু মনে আছে “কানকাটা রমজান” চরিত্রটা দেখে মজা পেতাম। এরপর উপন্যাসভিত্তিক যত নাটক আর সিনেমা দেখেছি তার কোনটাই উপন্যাসকে ছাপিয়ে উঠতে পারেনি। অন্যান্য ক্ষেত্রে আগে বই পড়া ছিলো এরপর নাটক দেখেছি।

একমাত্র ব্যাতিক্রম এই “সংশপ্তক”। যেটা আমি নাটক দেখার পর পড়লাম। এবং তাও অনেকদিন পর। পুরোটা পড়ে শেষ করতে আমার ঠিক একমাস লাগলো। প্রথমে খুব মন খারাপ হয়ে গেলো আমি কি স্লো হয়ে যাচ্ছি? তারপর নিজেকে এই বলে প্রোবধ দিলাম একজন চাকুরীজীবি এবং একইসাথে এক বছর বয়সী একটি দূরন্ত শিশুর মায়ের পক্ষে এর চেয়ে তাড়াতাড়ি পড়া সম্ভব না।

যাই হোক উপন্যাস প্রসঙ্গে আসি। কিছু কিছু লেখা আছে যেগুলো পড়লে মনে হয় আমি আরও আগে কেন পড়লাম না? এটা ও সেই দলের। ১৯৬৫ সালে প্রকাশিত একটা উপন্যাসের চরিত্রগুলোকে আমার এতটুকুও অনাধুনিক মনে হয়নি। জাহেদের একটি কথা আমার মনে দাগ কেটে গেছে সেটা সবার সাথে শেয়ার করার জন্যই আমার এই লেখা আর তা হলো-“এক ধারায় নয়,বহু ধারায় প্রবাহিত মানুষের জীবন। যদি শুকিয়ে যায়, যদি রুদ্ধ হয় একটি ধারা আর এক ধারায় জ়ীবন বয়ে চলে সার্থকতার পানে।

এটাই জীবনের ধর্ম। সহস্র ধারায় জীবনের বিকাশ,অজস্র পথে তার পূর্ণতা। “ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।