আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা বিষয়ভিত্তিক আলোচনা
আলোচ্য বিষয়: হযরত লোকমান হাকীমের জীবনী
আলোচক: সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী
স্থান: ইস্ট লন্ডন মসজিদ, ইংল্যান্ড
লোকমান হাকীম (রাহঃ) এর নাম আমরা শুনেছি। তিনি কে ছিলেন? তিনি কোন নবী ছিলেন না। (এটাই সবচেয়ে গ্রহণযোগ্য কথা)। তিনি ছিলেন একজন অত্যন্ত ভাল মানুষ। ছিলেন খুব সৎ ও জ্ঞানী।
তিনি আল্লাহর নবী দাউদ (আঃ) এর সমসাময়িক ছিলেন। মানুষের মাঝে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি হাকীম বা প্রজ্ঞাবান হিসেবে পরিচতি ছিলেন। কিন্তু একজন সাধরণ মানুষ হয়েও তার মধ্যে এমন কী বৈশিষ্ট ছিল যার কারণে আল্লাহ তায়ালা তার নাম কুরআনে উল্লেখ করেছেন। শুধু তাই নয় তার নামে কুরআনে ১১৪টি সূরার মধ্যে ১টি সতন্ত্র সূরার নামে নাম দিয়েছেন। হ্যঁ নিচের আলোচনা থেকেই আমরা বুঝতে পারব কেন তার এই বৈশিষ্ট?
যা হোক, তিনি তাঁর সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন।
যেগুলো এতই সুন্দর ও গ্রহণ যোগ্য যে, মহান আল্লাহ তা‘আলা তা কুরআনে করীমে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য তিলাওয়াতের উপযোগী করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্তের জন্য তা আদর্শ করে রেখেছেন।
প্রিয় পাঠক, আসুন আমরা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর কাছথেকে লোকমান হাকীমের জীবনি ও তার সন্তানের প্রতি উপদেশসমূহের ধারাবহিক আলোচনা শুনি যা তিনটি খন্ডে বিভক্ত
হযরত লোকমান হাকীমের জীবনী (১ম পর্ব) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।