কোন মানে হয়? এই নিয়ে তিনটা চাকরি ছাড়লাম। চাকরি করতে ভাল লাগে না। এই ভাল না লাগা কি শুধুই আমার? সবাই কি সুন্দর চাকরি করতেসে আর আমি একাই মনে হয় একটা লাটের পুত হইসি। চাকরি ছাড়নের অবশ্য একখান আলাদা মজাও আছে
মনের মইধ্যে জব স্যাটিসফেকশনের বড়ই অভাব। যেখানেই ঢুকি, সেখানেই দেখি ক্যামনে জানি ঝামেলায় জড়ায়ে যাই। তাই ভাবতাসি আর কোন চাকরি করুমনা। মনে মনে বইসা খাওয়ার উপায় খুজতাসি। জীবনে কোনদিন বিয়া করি নাই, কোনদিন ওই ঝামেলায় যাবো বইলাও মনে হয় না।
আইচ্ছা, একটা কথা....এই ব্লগে কি কোন ছোটখাট চাকরি পাওয়া যাবে?
জাস্ট বইসা যেন খাওন যায়।
কারও কাছে এইরকম কোন উপায় থাকলে পিলিজ আমার জানান!!
চিরদিন কৃতার্থ থাকবো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।