''মিথ্যা আরম্ভ হয় নিজের ভুল কে অস্বীকার করার মাধ্যমে'' সারা রাত লাইনে দাড়িয়েও খেলা দেখা হল না অনেকের, খেলা হারার পিছনে হয়তবা এটাও একটা কারন, সাধারনত খেলোয়াড়রা যখন খারাব খেলে তখনও আমরা দর্শকরা তাদেরকে সাপোর্ট করি কিন্তু আজ তারা এত ভাল খেলেছে তারপরও আমরা তাদের পাশে দাড়াতে পারিনি বেশীরভাগ মানুষই খেলা দেখতে যেতে পারে নাই। কি হবে ১২ই মার্চ তা নিয়ে নানা কল্পনা ছিল সকলের কিন্তু ১২ই মার্চের আগে কি হবে তা নিয়ে কেও ভাবেনি। ১২ই মার্চের আগেই সরকার বিরোধী দলের কর্মসূচী সফল করে দিল দুই দিন অঘোষিত হরতাল ডেকে স্বাভাবিক জীবন যাত্রা বিঘ্নিত করলো। কষ্ট করে সাড়া রাত টিকিট কেনার পরও মানুষ খেলা দেখতে জেতে পারেনাই, এটির জন্য সরকার ও বিরোধীদল উভয়ই দায়ী। আজ সকাল থেকেইদিন খুব খারাব যাচ্ছে অঘোষিত কার্ফুর কারনে, তারপরও ভেবেছিলাম বাংলাদেশের ম্যাচ জিতবে কিন্তু সে আশাও পূরণ হল না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।