আমাদের কথা খুঁজে নিন

   

আয়নায় চেহারা দেখতেই ব্যস্ত রিয়ালের খেলোয়াড়রা

ভালো খেলে শিরোপা জয়ের চেয়ে নিজেদের কেমন দেখাচ্ছে, সেটার দিকেই নাকি বেশি মনোযোগ থাকে রিয়ালের খেলোয়াড়দের। সম্প্রতি এমনই এক মন্তব্য ছুড়ে দিয়ে মাঠ গরম করে তুলেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো।

মরিনহো বলেছেন, ‘কোনো একটা খেলা শুরুর আগে রেফারি যখন তাদের জন্য অপেক্ষা করছেন, তখন খেলোয়াড়েরা দাঁড়িয়ে থাকত আয়নার সামনে। রিয়াল মাদ্রিদে থাকার সময় এ রকম অনেকবারই হয়েছে। ’ বর্তমান যুগে এটাই যে স্বাভাবিক, সেটাও পরক্ষণে স্বীকার করে নিয়েছেন মরিনহো, ‘সমাজটাই এখন এ রকম।

তরুণেরা এসব নিয়ে বেশি মেতে থাকে। তাদের বয়স বিশের কোটায় আর আমার বয়স ৫১ বছর। আমি যদি তাদের সঙ্গে কাজ করতে চাই তাহলে আমাকে তাদের দুনিয়াটা বুঝতে হবে। ’

অবশ্য মরিনহোর আক্ষেপটা নেহাত অমূলকও নয়। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে খুব একটা সফল সময় কাটাতে পারেননি তিনি।

তিন বছরে জিতেছিলেন মাত্র তিনটি শিরোপা। একটি লা লিগা, একটি কোপা ডেল রে ও একটি স্প্যানিশ সুপারকাপ। সে সময় নিজের শিষ্যদের ওপরে যে খুব বেশি সন্তুষ্ট ছিলেন না, তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে তাঁর সাম্প্রতিক এই মন্তব্যে।

২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন এ সময়ের অন্যতম সফল এই কোচ। গত ১৪ বছরে অনেক কিছুই যে পাল্টে গেছে, সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন মরিনহো।

তিনি বলেন, ‘আগে খেলোয়াড়েরা চেষ্টা করত তাদের খেলোয়াড়ি জীবনে অনেক টাকা-পয়সা আয় করতে, যেন তারা ক্যারিয়ার শেষ হওয়ার পর ধনী হতে পারে। কিন্তু এই মুহূর্তে খেলোয়াড়দের চারপাশে যেসব মানুষ থাকে, তারাই তাকে ধনী বানিয়ে দিতে চায় ক্যারিয়ার শুরুর আগেই। ’ —গোল ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।