নির্জনতা ভালোবাসি
বিশ্বের তারকা খেলোয়াড়রা প্রায় সবাই কোনো না কোনো ইউরোপীয়ান লীগে খেলেন। সেখানে তারা যেমন মনপ্রাণ উজাড় করে খেলেন, তার ছিঁটেফোটাও এখনো দেখছি না। গতকাল জার্মান-ইংল্যান্ড খেলা দেখে যেটা মনে হলো- ইংল্যান্ডের খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত। শুধু তারাই নন দিদিয়ে ড্রগবা বা মালুদার মত ইংলিশ লীগ কাঁপানো খেলোয়াড়রাও কেমন যেন খাপ ছাড়া খেলেছেন। বিশেষ করে, ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা খেলোয়াড়দের খেলা দেখে আমার মনে হয়েছে- ক্লাব ফুটবল তাদের দক্ষতা, শক্তির অনেকটাই নিংড়ে নিয়েছে।
আরেকটা ব্যাপার যেটা চোখে পড়েছে সেটা হলো, দলীয় সমন্বয়ের অভাব। এটা মনে হয় একসাথে একটা দল হিসাবে না খেলার অনভ্যাসজনিত। সময়ের সাথে সাথে এই সমস্যা কেটে যাবে।
আশা করা যায়, এই বিশ্বকাপের পরবর্তী খেলাগুলোতে দলগুলো এই সমস্যা গুলো কাটিয়ে উঠবে। খেলাগুলো আরো উপভোগ্য হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।