কারো জন্য ভাল কিছু করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করা থেকে তো বিরত থাকতে পারি
মুভিটা দেখতে শুরু করার পর প্রথমে অতটা জমজমাট মনে হয় নাই। কিন্তু মুভিটার কাহীনি যে এতটা বাস্তবতার কাছাকাছি পুরোটা না দেখলে বোঝা যেত না। মেডিকেল কলেজ লাইফ। কয়েকজন বন্ধুর কাহিনী। ক্লাস, আড্ডা, কিঞ্চিত রোমান্স এই আর কি।
এরই মাঝে হঠাৎ করে তাদের বিতর্কিত রাজনীতিতে জরিয়ে পরা। আর রাজনীতির বিতর্ক থেকে দুরে সরে থাকতে তারা সিদ্ধান্ত নেয় শহর থেকে দুরে কোথাও রুরাল সার্ভিসে যাওয়ার।
রুরাল সার্ভিসে যাওয়ার পর তারা একে একে দরিদ্র সমাজ জীবনের বাস্তব ঘটনার সাথে পরিচিত হতে থাকে। দরিদ্র গ্রামবাসীর অভাব, চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতাসহ নানাবিধ সমস্যা। তার মাঝে আছে সমাজের প্রভাবশালী মহাজন।
যারা কিনা দরিদ্র কৃষকদের ঋণ দিয়ে চরা সুদ আদায় করে। যারা পিপলী লাইভ দেখেছেন তাদের ধারনা আছে কৃষকেরা ঋণের দায় এড়াতে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। এখানেও ঠিক তেমনি তুলে ধরা হয়েছে মহাজনরা কিভাবে কৃষকদের ঋণের জন্য অত্যাচার করে। এইসব বেনিয়া মহাজনদের বিরুদ্ধে যখন কোন সমাজসেবী এগিয়ে আসেন তখন তাদেরকে সমাজের চোখে, আইনের চোখে সন্ত্রাসী বানিয়ে ফেরারী জীবনের পথে ঠেলে দেওয়া হয়।
শেষ পর্যন্ত এমনই এক সমাজসবীকে বাচাঁতে নিজেকে সম্ভ্রমহানী হতে হয় এক তরুণীকে।
কথিত আছে ১৯৯৭ সাল থেকে আজ পর্যন্ত সরকারী হিসেব অনুযায়ী ১৫০,০০০ কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শুধুমাত্র ঋণের দায়ে।
আইএমডিবি লিংক: http://www.imdb.com/title/tt1260689/
ডাউনলোড:Summer 2007 (2008)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।