চিন্তায় আছে আইজ উদ্দিন বাকশাল নাম শুনছিলাম এখন নিজের চোখে দেখলাম
সদার ঘাট টার্মিনালে আজ রোববার ভোর ছয়টার দিকে লঞ্চযাত্রীদের ওপর হামলা চালিয়েছে নৌযান-শ্রমিক লীগের লাল পোশাকধারী শ্রমিকেরা।
দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চগুলো টার্মিনালে ভিড়ানোর সময় পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়। তবে এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘাট সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র জানায়, লঞ্চগুলো ওই টার্মিনাল ত্যাগ করে অন্য ঘাটে ভেড়ানোর চেষ্টা করলেও ওই শ্রমিকেরা লঞ্চ ভিড়াতে বাধা দেয়।
এ সময় লঞ্চগুলো মাঝ নদীতে খেয়া নৌকা ও ট্রলারে করে যাত্রীদের নামিয়ে দেয়।
জানা যায়, ভোর ছয়টা থেকে এ পর্যন্ত ৩৯টি যাত্রীবাহী লঞ্চ সদরঘাটে আসে। যাত্রীরা যানবাহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েছে। টার্মিনালে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন আছে। তাঁরা যাত্রীদের তল্লাশি চালাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।