আমাদের কথা খুঁজে নিন

   

সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে

সোমবার সকালে সদরঘাটে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।
বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বলেন, সোমবার সকালে ৮টা পযর্ন্ত সদরঘাট থেকে ১০টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। রোববার সারা দিনে ছেড়ে যায় ১০৩টি লঞ্চ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউসিএ) যুগ্ম-পরিচালক মো. সাইফুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “ঈদে নিরাপদে যাত্রী সেবা দিতে আমরা প্রস্তুত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবকদলও ঘাটে যাত্রীদের সুবিধার জন্য কাজ করছে।


বিআইডব্লিউটিএর পক্ষ থেকে ঘাটে বসানো হয়েছে ২০টি ক্লোজড সার্কিট ক্যামেরা। এছাড়া পুলিশ-র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সিসি ক্যামেরাও রয়েছে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান, ঈদে ১০ থেকে ২১ অক্টোবর বিশেষ রকেট সার্ভিস চলবে। এজন্য পাঁচটি রকেট স্টিমার তৈরি রাখা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার শহীদুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই প্রথম সদরঘাটে পর‌্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে।

চারটি স্পিড বোট সবর্ক্ষণ নদীতে টহল দিচ্ছে। কেউ যাতে নৌকা দিয়ে লঞ্চে না ওঠে, সেজন্য মাইকে নিষেধ করা হচ্ছে।
সদরঘাটের দায়িত্বে থাকা নিবার্হী ম্যাজিস্ট্রেট মাকসুদা খন্দকার বলেন, “সকাল থেকে যেসব লঞ্চ ছেড়েছে, কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী ছিল না। ”
অবশ্য রোববার সন্ধ্যায় সুরভী-৭ ও সুন্দরবন-২ লঞ্চ কর্মচারীদের মধ্যে উত্তেজনার কারণে সুরভী-৭ লঞ্চ কর্তৃপক্ষকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে কোস্টগার্ডের ম্যাজিস্টেট।
বিআইডব্লিউটিসির যুগ্ম-পরিচালক সাইফুল হক খান বলেন, সুরভী লঞ্চের ধাক্কায় সুন্দরবন-২ লঞ্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ কারণে দুই লঞ্চের কর্মীদের মধ্যে ‘বোতল ছোড়া-ছুড়ি ও ইট নিক্ষেপের’ ঘটনা ঘটে।
লঞ্চের টিকিটি কলোবাজারি হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিআইডাব্লিউটিএর এ যুগ্ম পরিচালক বলেন, “লঞ্চের টিকেট কাটা হয় যাত্রী লঞ্চে ওঠার পর। সুতরাং কালোবাজারির কোনো সুযোগ নেই। ”
অবশ্য সৈকত-৯ লঞ্চের কেবিন যাত্রী রাকিবুল ইসলাম অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করে বলেন, “আমি অন্য সময় ডাবল কেবিন ১৮  ‘ টাকায় পেতাম। এখন আমার কাছে ২২ শ’ টাকা নিল।


এ বিষয়ে জানতে চাইলে ওই লঞ্চের কর্মচারী ফয়সাল বলেন, “সরকারের ভাড়ার হার ডাবল কেবিন ২৪ শ’ টাকা। আমরা তার চেয়েও কম নিচ্ছি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।