আমাদের কথা খুঁজে নিন

   

শারজায় সাগরে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সাগরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন দুই বাংলাদেশি তরুণ। গত বৃহস্পতিবার বিকেলে কোরাল বিচ হোটেলের কাছে এ ঘটনা ঘটে। তাঁদের নাম জানা যায়নি। তবে বয়স ১৮-১৯ বছরের মতো। পুলিশ জানায়, দুই বাংলাদেশি তরুণ সাগরের যে স্থানে ডুবে মারা গেছেন, সেখানে এর আগেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে।

এ কারণে সেখানে গোসল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে সতর্কতামূলক নোটিশও টাঙানো রয়েছে। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাঁরা সেখানে নেমেছিলেন। জানা গেছে, ওই দুজনসহ সমবয়সী পাঁচজন তরুণ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে সৈকতে গোসল করতে যান। সাগরে নামার পর একপর্যায়ে দুজন নিখোঁজ হন।

পুলিশ ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে গিয়েও তাঁদের জীবিত উদ্ধার করতে পারেনি। আল কুয়েতি হাসপাতালের মর্গে তাঁদের লাশ রাখা হয়েছে। সাগরে গোসল করতে নামা তরুণদের একজন পুলিশকে জানান, তাঁরা পানিতে নামার কিছুক্ষণ পর মনে হতে থাকে ঢেউগুলো বড় হচ্ছে। তখন তিনি তীরের দিকে দ্রুত এগোতে থাকেন এবং অন্যদেরও চলে আসতে বলেন। তাঁরা তিনজন উঠে আসতে সক্ষম হলেও ওই দুজন ভেসে যান।

খালিজ টাইমস। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।