আমাদের কথা খুঁজে নিন

   

আড়াই কোটি টাকা বাজেটের তারকাবহুল ছবি

কাছাকাছি সময়ে ঢাকাই এমন তারকাবহুল ছবি দর্শকদের দেখার সুযোগ হয়নি। এক ফ্রেমে সোহেল রানা, ববিতা, কবরী ও উজ্জল—দর্শকদের কাছে অনেকটাই স্বপ্ন পূরণের মতো ব্যাপার। বয়োজ্যেষ্ঠ দর্শকরা চার তারকাকে একসঙ্গে দেখতে পেলে নষ্টালজিয়ায় ভুগবেন, এমনটাই বিশ্বাস করেন ‘রাজা সূর্য খাঁ’ ছবির পরিচালক গাজী মাহবুব। শুধু তারকা চমকের দিক থেকেই নয়, বিষয়বস্তুর দিক থেকেও এ ছবি একঘেয়ে রোমান্টিক অ্যাকশন ঘরাণা থেকে আলাদা। ঐতিহাসিক ঘটনাকে উপজীব্য করে দীর্ঘদিন পর ছবি নির্মিত হলো।

ইতিহাসের নায়ক ‘রাজা সূর্য খাঁ-কে নিয়েই এ ছবির আবেগনাট্য তৈরি হয়েছে। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ড্যাশিং হিরো সোহেল রানা। তার বিপরীতে অভিনয় করেছেন মিষ্টি নায়িকা খ্যাত অভিনেতী কাম রাজনীতিবিদ কবরী। মেগাস্টার উজ্জল অভিনয় করেছেন সোহেল রানার প্রধান সহচর সেনাপতি চরিত্রে। তার বিপরীতে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা।

এই চার তারকার ক্যারিয়ারের শেষ ইনিংসে উল্লেখযোগ্য হয়ে থাকবে ‘রাজা সূর্য খাঁ’। এমনটাই বিশ্বাস করেন গাজী মাহবুব। পাশাপাশি এ ছবিতে তাদের সঙ্গে রয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধি নিরব ও দর্শকনন্দিত নায়িকা পূর্ণিমা। দেশবরেণ্য তারকাদের সঙ্গে এক ফ্রেমে অভিনয় তাদের ক্যারিয়ারেও যোগ করবে নতুন মাত্রা, এমন বিশ্বাস নিরব ও পূর্ণিমার। ‘আলাদাভাবে তাদের চারজনের সঙ্গেই অভিনয় করেছি।

কিন্তু তাদের এক ছবিতে পাওয়া ভাগ্যের ব্যাপার’, বললেন পূর্ণিমা। নিরব চলচ্চিত্রে এসেছেন খুব বেশিদিন হয়নি। তাই তার উত্তেজনা আরও বেশি। ‘তাদের সঙ্গে অভিনয়ের কথা শুধু স্বপ্নেই ভেবেছি। এবার আমার স্বপ্ন সত্যি হলো।

জানি না ছবি কেমন চলবে। তবে আমার জন্য এ ছবি পাথেয় হয়ে থাকবে। ’ রাজা সূর্য খাঁ ছবির কাহিনী লিখেছেন এর প্রযোজক এসএ সুলতান। চলচ্চিত্রের মূলধারার প্রযোজক নন বলেই বিশাল বাজেটে ভিন্ন ভাবনার ছবি নির্মাণে উদ্যোগী হতে পেরেছেন, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। শোনা যায় ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা, যা এফডিসিতে নির্মিত ছবিগুলোর তুলনায় অভাবনীয়।

‘আমি একটি ভালো ছবি বানাতে চেয়েছি। আর কোনো ভাবনা আমার ছিল না। ’ এ ছবিতে গানও লিখেছেন এসএ সুলতান। আরও গান লিখেছেন মুনশী ওয়াদুদ, গাজী মাজহারুল আনোয়ার, শাহ আলম সরকার ও আহমেদ ইমতিয়াজ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদী খান, ইমন সাহা ও আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ত্রিয়াস মুভিজের ব্যানারে গতকাল দেশব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছবির বক্স অফিস ফলাফল সন্তোষজনক। ‘রাজা সূর্য খাঁ’ ইউনিট আশাবাদী, বছরের অন্যতম ছবি হবে রাজা সূর্য খাঁ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.