বুধবার রাতের মধ্যে উপকূলের আরো বাসিন্দাদের সরানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মালেক।
বঙ্গোপসাগরে আগুয়ান মহাসেন বুধবার রাত ৯টায় বাংলাদেশ উপকূলের ৬শ’ কিলোমিটারের মধ্যে ছিলো।
বৃহস্পতিবার সকালে এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া বিভাগ বলছে।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারা উপজেলা থেকে এক লাখ, বাঁশখালী উপজেলা থেকে ৬০ হাজার, সন্দ্বীপ থেকে ৬০ হাজার, সীতাকুণ্ড থেকে ২৩ হাজার ও মিরসরাই থেকে ১০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে পাঠান হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা, হালিশহর, কাঠতলী এলাকা থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সিটি করপোরেশন।
চসিক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদেরকে সিটি করপোরেশন সংলগ্ন সমুদ্র উপকূলবর্তী ওয়ার্ডগুলোর ১৫টি আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্রগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে হবে। আর মংলা বন্দরকে দেখাতে বলা হয়েছে ৫ নম্বর বিপদ সঙ্কেত।
এছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর সঙ্কেতের আওতায় থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।