আড়াই ঘন্টা বসে অপেক্ষা করার দিন শেষ। একথা সত্য যে সময়ের মূল্য দিনদিনই বেড়ে যাচ্ছে। আর তাই এত দীর্ঘ সময় অপেক্ষা না করে ১০ মিনিটে কাজ হয়ে গেলে আমাদের অনেক সময় সেভ হবে। এখন থেকে যে কোন মোবাইলের চার্য হতে সময় লাগবে সর্বোচ্চ ১৫ মিনিট। এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছে আমার চাচাতো ভাই।
পড়াশুনার সার্টিফিকেট না থাকলেও ছোট বেলা থেকেই তার ইলেক্ট্রনিক্স এর কাজের প্রতি ছিল একটা গভীর আগ্রহ। দেশের বাহিরেও এ সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে দু/তিন বছরের।
এ ঈদে যখন গ্রামের বাড়ি বেড়াতে গেলাম। সে দেখাল এ অদ্ভুত কাজ। যা স্বচোখে না দেখে প্রথমে বিশ্বাস করতে পারিনি।
আমার এ বন্ধু ঈদে বেড়াতে গিয়েছিলো আমাদের বাসার। তো তার মোবাইল চার্যার না থাকায় সে পড়ে গেলো বিপাকে। কারন মোবাইলটি ছিল চায়না কোম্পানির। অবশেষে সে যখন যানতে পারলো আমার বন্ধুর এ সমস্যার কথা। তখন বললো আমাকে মোবাইল এর ব্যাটারিটা দাও।
আর ১০ মিনিট অপেক্ষা করো। যেমন কথা তেমন কাজ। ১০ মিনিটেই সে করে দিল ব্যাটারি ফুল চার্য।
এখন ভাবছি তার এ মেধাকে কি জাতীয় ভাবে কাছে লাগানো যায়।
তাকে উৎসাহিত করার জন্য সম্ভব হবে মোবাইল ম্যাসেস এর মাধ্যমে একটা থ্যাক্স দিতে ভূলবেন না।
তাহলে মনে হয় এসকল কাজ করার জন্য সে আরো আগ্রহ পাবে।
মো:আবদুল মালেক: ০১৯৩০৬৯৩১৬৯- ০১৭১৪২০৭৫১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।