সুখীমানুষ ফেসবুকে রক্ত চেয়ে কখনো ষ্টেটাস দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানের এতে কাজের কাজ কিছু হয়না। কারনে অকারনে কতগুলো লাইক পড়ে, এই যা।
আমার গ্রামের এক বড় ভাই তাঁর বাবার জন্য রক্ত জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত আমাকে জানালেন। অন্য বারের মত এবারও ফেসবুকে ষ্টেটাস দিয়ে দিলাম। এই ষ্ট্যাটাস পড়ে একজন ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথায় চলে এলেন রক্ত দিতে।
সেই একজন বড় মনের মানুষটি বাস্তবে বড় মাপেরও মানুষ। তাঁর অনেকগুলো পরিচয়ের একটি পরিচয় হলো, তিনি বিবিসি বাংলার একজন বড় কর্মকর্তা।
আজকে আবারো মুগ্ধ হয়ে বুঝতে পালাম, ধারেকাছের মানুষগুলোর মধ্যেই লুকিয়ে থাকে মহামানবেরা।
ভাই, আপনার নাম উল্লেখ করে আপনার মহানুভব হৃদয়টাকে বিব্রত করলাম না। যে উপকার গোপনে করতে পছন্দ করেন তা গোপনেই রাখলাম।
তবু এই ষ্টেটাস দেওয়ার কারন হলো, অন্য মহামানদের অনুপ্রাণিত করা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।