অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… প্রথম যখন এই বাসায় উঠলাম, পাশের বাসায় নিবেদিতা তখন ছিল এক কিশোরী। আজ ১৬ বছর পর সে পূর্ণ যৌবনা! এখন আমার শোবার ঘরের পূর্বের জানালা দিয়ে তাকালে পুরো জানালা জুরে যেন ওকে দেখা যায়, অথচ বছরখানেক আগেও ওকে উকি মেরে দেখতে হত! আমার ১৬ বছরের সঙ্গিনী হিসেবে ওকে জরিয়ে অনেক অর্থহীন সৃতি জমা পরে গেছে। অনেক রাত ওর সাথে অর্থহীন কথা বলা, আপনি তুমি তুই নিয়ে ভজকট পাকানো, ওকে অবান্তর, নিষিদ্ধ, উত্তরহীন সব প্রশ্ন করে নিজেকে শান্ত করা, ওকে কষ্ট দিয়ে আমার প্রকৌশলী মস্তিষ্কের দারা চৌর্যবৃত্তি সম্পাদন করা, শেষে ওরই কষ্ট দূর করতে কোন এক পথশিশুর হাতে চুরি করা আম দেয়ার সিদ্ধান্ত নেয়া, ওর রঙ বেরঙের সাজ দেখে, মাতাল করা গন্ধে বা ওকে বৃষ্টিতে ভিজতে দেখে নির্বাক হউয়া বা পুরনো দিনে হারিয়ে যাউয়া, মাঝে মাঝে ক্যামেরাটা বের করে কয়েকটা খিচ্চা মারা, ওকে সঙ্গী ভেবে নিয়ে ভয়হীন একা রাত কাটানো...আরও মেলাআ কাহিনী! কয়েকদিন পর এই বাসাটা ছেরে চলে যেতে হবে, তাই নিবেদিতার জন্য খুব বেশি সময় নেই আমার হাতে। গভীর টান টা হালকা হলেও অনুধাবন করা যাচ্ছে এখন... আগের মত এখন কথা টথা বলি না, প্রশ্নও করি না, কারন করে লাভ নাই। ওর কোন অনুভূতি ক্ষমতা নাই, যার কোন স্নায়ুতন্ত্র নাই তার জন্য "অনুভূতি" নামক কোন টার্ম থাকতে পারে না! ও যে শুধুই একটা আম গাছ!!!!! তবুও ও থাকলে মনে হয় দেয়ালের, জানালার ও পাশে কেও আছে। কেন জানি সে বেশ ভালই আছে, আসে পাশের সবকটা গাছ একে একে কাটা পরলেও ও শেষ পর্যন্ত টিকে আছে। টিকে থাকুক এই কামনাই রইল। যদিও থাকবে না জানি! ডেভেলপারস আর কামিং! আর কেও আমাকে মানসিক অসুস্থ ভাবলে বলবো "Birds born in a cage think Flying is an illness"- Alejandro Jodorowski... শেষে নিবেদিতার কিছু ছবি শেয়ার করলাম! শেষে এক ভোর দেখা নিবেদিতার মধ্যে দিয়ে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।