আমাদের কথা খুঁজে নিন

   

ভাষাসৈনিক নিবেদিতা নাগ আর নেই

বাংলাদেশের মহান ভাষা-আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক নিবেদিতা নাগ আর নেই।
আজ রোববার সকাল সাতটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে নিবেদিতা নাগের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এক সপ্তাহ ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।
১৯১৮ সালের ৪ আগস্ট নারায়ণগঞ্জে নিবেদিতা নাগের জন্ম। তিনি বাহান্নর ভাষা-আন্দোলনের সৈনিক ও একাত্তরের মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ তোলারাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা ও কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর স্বামী কমরেড নেপাল নাগ ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক।

গত বছরের ডিসেম্বরে প্রয়াত নেপাল নাগ ও নিবেদিতা নাগকে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান করে।
নিবেদিতা নাগের বাবা অধ্যাপক সঞ্জীব কুমার চৌধুরী ছিলেন বিপ্লবী সূর্য সেনের সহপাঠী। নিবেদিতা নাগ ১৯৪৩ সালে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.