সালাম, আমার সিম্বিয়ান ফোন এ বাংলা ফন্ট ইনস্টল করতে চাই। ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, সেটা আমি পারি। কিন্তু, ১টা বিষয় শিওর হতে পারছি না। সেটা হল, মোট ৪টা ফন্ট s60snr.ttf, s60ssb.ttf, s60tsb.ttf S60ZDIGI.ttf এগুলোর মদ্ধে কোন ফন্ট টা ওয়েব ব্রাউজার এর জন্নে কাজ করে। এটা শিওর হতে পারলে আমি মোবাইল এ বাংলা ওয়েব সাইট গুলো ব্রাইজ করতে পারব। কারো জানা থাকলে, প্লিজ হেল্প !!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।