আমাদের কথা খুঁজে নিন

   

বিশের নিচে পড়তে নিষেধ

নাজমুল ইসলাম মকবুল কান্দে দেশের মানুষ নাজমুল ইসলাম মকবুল কাটাতারের বেড়ার ভিতর বন্দি হইয়ারে কান্দে দেশের মানুষ গুলি খাইয়ারে। । প্রতিবেশী বন্ধুরে ভাই দিলাম খুলে দ্বার খোলা পাইয়া বন্ধু হয় ভাই এপার ওপার পার তবু বন্ধু বাংলার মানুষ মারে ট্রানজিট পাইয়ারে। । গায়ের জোরে দখল করে আমার দেশের মাটি কৃষক শ্রমিক ধরে নিয়ে মাথায় মারে লাটি কাপড় চোপড় খুলে পিটায় হাত পা বাইন্ধারে।

। ফারাক্কা বাঁধ দিয়ে করলো ধুধু বালুচর টিপাই বাঁধে ধ্বংস করবে মোদের বাড়ী ঘর হাহাকারে মরবে মানুষ পরাণ বন্ধুর লাইগারে। । বন্ধুর মন যুগাইতে মোরা করলাম কতো কাম তবু বন্ধু দিলোনা যে চারটি পয়সার দাম বন্ধু আমার নিতে জানে আমায় দিতে চায়নারে। ।

ফেলানীরে ঝুলিয়ে রাখল বুকে করে গুলি গুলি মেরে নিত্য উড়ায় বাঙালীদের খুলি কতো লাশ আর চায়যে বন্ধু আমায় নরম পাইয়ারে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.