হে বিধাতা আমায় শক্তি দাও.........
একটু আগে বাইরে আওয়াজ শুনি
২০১১ - হল বুঝি শুরু
সামহোয়ারে আমার বয়সখানি
৫ মাসে পা দিল যে গুরু .......
অনলাইনে এখন বহুত ব্লগার দেখি
২৪০ সর্বশেষ গুনেছিলাম
সবার মাঝেই আনন্দের মাখামাখি
তাদের জানাই গরম গরম সালাম .....
এখনো জানিনা ব্লগিং কারে কয়
কি লেখতে কি যে পোস্ট করি
নিজের কমেন্টে নিজের ই লাগে ভয়
সামুর ব্যাকরণ বুঝতে গিয়ে মরি.........
নতুন দিনের পরীক্ষাতে হয়ত কমবে বাঁশ
হয়তো আর পরীক্ষা পেছাবেনা
পাব হয়ত হাঁফ ছাড়ার অবকাশ
PL এ তে আন্দলনে যাবনা......।
জমিয়ে হবে পলাশীতে আড্ডা
খাব পুরান ঢাকার বিরানী, খাশীর রান
বন্ধুত্ব গাঢ়াইবে অনেক বেশি বড্ড
ক্যাম্পাসে আসবে নতুন দিনের প্রাণ .........।।
তবুও ভাবি--
আজো তারে হয়নি কেন বলা
তারে আমি কতখানি চাই
সেও কেন বুঝেও যে বুঝলনা
তার মুখেই আমি শুনতে চাই
থার্টি ফার্স্টের এমন সরব রাতে
তারে বিনা দিলে ব্যাথা পাই ................
তবুও আজ নতুন আশা দেখি
হয়ত সে বলবে মনের কথা
হয়ত হবে ভালবাসার শুরু
শেয়ার হবে সকল দুঃখ ব্যাথা ...............
শেষকালে একটা আশাই চাই
সবাই আমরা ভালো থাকি যেন
আপনাদের আশির্বাদ যেন পাই
যেন বুঝি --"ব্লগিং করি কেন?".............
তাই বলি----
বিশের পিঠে ওয়ান ওয়ান
বয়ে আনুক আনন্দের তুফান...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।