দুজন লোক কথা বলছে। একটা বারে বসে। তাদের সামনে টেলিভিশন। টেলিভিশনে সাতটার খবর হচ্ছে। খবরে দেখাচ্ছে, একটা লোক একটা সেতুর রেলিংয়ে উঠেছে।
প্রথম জন বলল, ‘এই লোকটা এখনই ব্রিজ থেকে লাফ দেবে। ’
দ্বিতীয় লোকটা বলল, ‘না, লাফ দেবে না। ’
‘অবশ্যই দেবে। ’
‘না, দেবে না। ’
‘বাজি ধরো।
৫০০ টাকা। ’
‘আচ্ছা, বাজি। ৫০০ টাকা। ’
টেলিভিশন খবরে দেখা গেল, সেতুর রেলিংয়ে দাঁড়ানো লোকটা সত্যি সত্যি লাফ দিল। সঙ্গে সঙ্গে দ্বিতীয় লোক ৫০০ টাকা বের করে দিল প্রথম ব্যক্তির হাতে।
প্রথম লোক বলল, ‘না, টাকা দিতে হবে না। আমি আসলে পাঁচটার খবর দেখেছি। ও যে ব্রিজ থেকে লাফ দেয় সেটা আমি তখনই দেখেছি। ’
দ্বিতীয় লোক বলল, ‘পাঁচটার খবর তো আমিও দেখেছি। কিন্তু আমি ভাবিনি একটা লোক এত বোকা হবে।
দ্বিতীয়বারও সে একই ভুল করবে। ’
----প্রথম আলো থেকে কপি করা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।