আমাদের কথা খুঁজে নিন

   

ওই দূর নক্ষত্রে তাই আমি খুঁজি নাকো তোমাকে !!

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** কে ভালবাসিবে এত তোমায় জানি না গো দুষ্টু তারা না জেনে শুনে তাই বুঝি। আমি হারাই সদা তোমার মাঝে । অভিমানগুলি সব ঝড়ে পড়ে তোমার গলে তুমি সহ্য করবে কিনা ভাবি না? ঝেড়ে দিয়ে হালকা হয়ে আবার বলি সরি। এই মান অভিমানের পালা চলে আমার তুমিও কর বুঝি মোরে নিয়ে এমনি, অন্য কারো কাছে ডালা নিয়ে বস আমার আমার সামনে বল না পিছে বলে বেড়াও সবাইকে, আর আমি জানতে পারি সবশেষে তুমি বুঝি বা গাল ফুলিয়েছিলে, অশ্রু ঝড়েছিল বলে আমাকে শাপ তুমি দূর থেকে আর পালিয়ে আছো ওই দূর নক্ষত্রে তাই আমি খুঁজি নাকো তোমাকে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।