আমার ব্যক্তিগত ব্লগ
আজকের পোস্ট খুব ভয়ে ভয়ে করছি। কারন ব্যাপারটা হয়তো কারো জন্য খুব সেনসিটিভ.... আমি জানিনাহ ওদের কেউ এই ব্লগে আছেন কিনা!
আগে আমার আম্মা যখনই কোন গিফট দিতেন, একটা ভ্যানিটি ব্যাগ দিতেন। এই কারনে বেশ কিছু ধরণের রংয়ের ব্যাগ হয়ে গিয়েছিলো।
ইউনিভার্সিটিতে পড়ার সময় ড্রেসের সাথে ম্যাচ করে প্রতিদিন একেক রকম ভ্যানিটি ব্যাগ নিয়ে যেতাম (বালিকার সখ)। একদিন হঠাৎ খেয়াল করলাম, আমাদের একব্যাচ সিনিয়র এক ভাই আমি যেদিন যে রংয়ের ব্যাগ নিয়ে আসি উনিও সেই একই রংয়ের টি শার্ট অথবা সার্ট পরেন।
এটা কোন মতেই কাকতালীয় ব্যাপার না। ব্যাগের সাথে মিল রাখতে গিয়ে উনি মাঝে মাঝে অদ্ভুত রংয়ের সার্ট পরতেন।
আমার একটা ব্যাগ ছিল ছোপ ছোপ করে অনেক রংয়ের। আমি ইচ্ছা করেই ঐটা নিয়ে গেলাম, জানি এই রংয়ের সার্ট পড়তে হলে ওনাকে তালি মেরে নানা রং বানিয়ে পরতে হবে।
যাই হোক, এতে কাজ হলো।
উনি এরপর রং ম্যাচ করা ছেড়ে দিলেন।
আমি সত্যি আজও জানিনাহ কেন উনি এই রকম করেছিলেন, আর কেনই বা বন্ধ করে দিলেন। এই সময় ওনার বন্ধুরা ওনাকে ঘিরে থাকত। হয়তো মনোযোগ আকর্ষনের জন্য, হয়তো বা এমনি বাজি টাজি ধরে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।