আমাদের কথা খুঁজে নিন

   

দাগনভূঞার মিয়াজির ঘাট : ছোট ফেনী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবার মাথা গোজার ঠাঁই খুঁজছে

mamun.press@gmail.com আবদুল্লাহ আল-মামুন, (ফেনী) ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে তিগ্রস্থ হয়েছেন তালতলি গ্রামের মিয়াজির ঘাট এলাকার প্রায় শতাধিক পরিবার। দাগনভুঞা সদর ইউপির তালতলি গ্রাম ও সোনাগাজীর দনি চর মজলিশপুর গ্রামের বাসিন্দাদের দু’চোখে এখন শুধুই অন্ধকার। সর্বস্ব হারিয়ে আজ তারা নিঃস্ব। নদীর করাল গ্রাসে সর্বস্ব বিলিন হয়ে যাওয়া বাসিন্দাদের দিন কাটছে হতাশায়। সরেজমিন ঘুরে জানা যায়, ২০০৭ সাল থেকে এই এলাকায় নদী ভাঙনের প্রকোপ দেখা দেয়।

কাজীরহাট স্লুইসগেট ভেঙে সাগরে ভেসে যাওয়ায় উত্তাল ঢেউয়ের তালে লোনা পানি প্রবেশ করে ছোট ফেনী নদীতে, বাধহীন পানির প্রবল ¯্রােতে ভেঙে একাকার হয়ে যেতে থাকে এতদঅঞ্চলের মানুষের বসত ভিটা। লোনা পানি এসে নষ্ট করে দিয়েছে ফসলী জমির মাঠ। নদী পাড়ের মানুষের সামনে একের পর এক দূর্যোগের ঘনঘটা দেখা দেয়। অনাগত ভবিষ্যতের চিন্তায় মুষড়ে পড়ে নদী পাড়ের সহজ সরল মানুষ গুলো। এলাকাবাসীরা জানান, ইতিমধ্যে চরলীগঞ্জ গ্রামের ৯নং ওয়ার্ডের হাফেজ কালিম উল্ল্যার পুরো বাড়ী গ্রাস করেছে নদী।

উক্ত বাড়ীর প্রায় ২০টি কৃষক পরিবার ছামিয়ানা টাঙিয়ে নদী চরে মানবেতর জীবন যাপন করছে। দনি চর মজলিশপুর গ্রামের বাসিন্দা নজির আহমদ, ছকিনা খাতুন, হারধন মিয়া, মেমিনুল হক, মিজানুর রহমান, নেয়ামত উল্ল্যাা ইতিমধ্যে বাপদাদার বসত ভিটা নদী গর্ভে বিলিন হয়ে পথে বসেছেন। তিগ্রস্থ ছকিনা চোখের পানি মুচতে মুচতে জানান, ইতিমধ্যে নদী সংলগ্ন চরে ছামিয়ানা টাঙ্গিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছি। ৩বার বসত ভিটা পরিবর্তন করেছি। কিন্তু নদী রেহাই দিলনা ৩টি বসত ভিটাই নদী কেড়ে নিয়েছে।

মোমিনুল হক জানান, আমাদের এই দুর্দিনে কেউ ফিরেও তাকায়নি, স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও খবর রাখেনি। ফলে এখন অনাহার অর্ধাহার আর চোঁখের পানি তাদের সম্বল। স্থানীয়রা জানান, এখন তিগ্রস্থদের জন্য পুনর্বাসন বা মাথাগোজার অন্তত ভিটে মাটির দরকার আর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। এ ব্যাপারে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম জানান, সেখানে স্থানীয়ভাবে গাফলতি আছে এতগুলো লোকের দুর্দশার ব্যাপারে সে আমরা অন্ধকারে আছি। তিনি বিষয়টি দেখবেন।

দাগনভূঞা সদর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন দুর্দশাগ্রস্থ লোকদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।